কলকাতা , 5 ডিসেম্বর : শহরে বাড়ছে অবসাদ ৷ বাড়ছে আত্মহত্যার সংখ্যা ৷ শারীরিক সুস্থতার পাশাপাশি একইভাবে গুরুত্বপূর্ণ মানসিক সুস্থতা ৷ এই বিষয়টি হয়তো বোঝার প্রয়োজন ৷ মাস কয়েক আগে দক্ষিণ কলকাতার একটি স্কুল থেকে নবম শ্রেণির এক ছাত্রীর দেহ উদ্ধার হয়েছিল ৷ স্কুলেই আত্মহত্যা করেছিল সে ৷ তার সঙ্গে পাওয়া যায় একটি সুইসাইড নোট , যার ছত্রে ছত্রে তার মা-বাবার প্রতি অভিমান ও মানসিক অবসাদের কথা ছিল ৷ এই ঘটনার পর সরব হয়েছিল কলকাতা ৷ মানসিক স্বাস্থ্যর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছিল ৷ কিন্তু তা হয়তো সাময়িক ৷ এরপরও শহরে কমেনি আত্মহত্যার সংখ্যা ৷ গত তিন দিনে শহরে অন্তত 7টি আত্মহত্যা হয়েছে ৷
আত্মহত্যা রুখতে বিশেষ উদ্যোগ কলকাতা পুলিশের - কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে শীর্ষ পুলিশকর্তাদের বৈঠক
লক্ষ্যণীয়ভাবে এই শহরে বেড়েছে আত্মহত্যা । আত্মহত্যা বেশি হয়েছে দক্ষিণের শহরতলী এলাকায় । সামগ্রিক তথ্য ক্ষেত্রে দেখা যাচ্ছে কিশোর-কিশোরী কিংবা বৃদ্ধ-বৃদ্ধাদের আত্মহত্যার প্রবণতা বেশি । এই বিষয়টি নিয়ে বিস্তারিত রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে । সেই রিপোর্ট তৈরি কাজ চলছে ৷ মাসে গড়ে 50 থেকে 60 জন আত্মহত্যা করছেন । বিষয়টি চিন্তায় ফেলেছে লালবাজারকে ।
কলকাতা পুলিশের এক কর্তা বলেন, "লক্ষ্যণীয়ভাবে এই শহরে বেড়েছে আত্মহত্যা । আত্মহত্যা বেশি হয়েছে দক্ষিণের শহরতলী এলাকায় । সামগ্রিক তথ্য ক্ষেত্রে দেখা যাচ্ছে কিশোর-কিশোরী কিংবা বৃদ্ধ-বৃদ্ধাদের আত্মহত্যার প্রবণতা বেশি । এই বিষয়টি নিয়ে বিস্তারিত রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে । সেই রিপোর্ট তৈরি কাজ চলছে ৷" মাসে গড়ে 50 থেকে 60 জন আত্মহত্যা করছেন । বিষয়টি চিন্তায় ফেলেছে লালবাজারকে ।
মঙ্গলবার কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে শীর্ষ পুলিশকর্তাদের বৈঠক হয় । সূত্রের খবর , সেই বৈঠকে ওঠে প্রসঙ্গটি । এই বিষয়ে গভীর উদ্বেগের কথা জানান কলকাতার গোয়েন্দাপ্রধান মুরলীধর শর্মা ৷ এই বিষয়টা নিয়ে রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে গোয়েন্দা বিভাগকে । এ প্রসঙ্গে গোয়েন্দাপ্রধান মুরলীধর শর্মা বলেন, "আমরা আত্মহত্যার প্রবণতা বাড়ার বিষয়টি লক্ষ্য করেছি । আর সেটা নিয়ে নির্দিষ্ট ভাবনা চিন্তা রয়েছে পুলিশের । সবটা খতিয়ে দেখে একটি প্রকল্প আনা হবে ।"