কলকাতা, 23 ডিসেম্বর: বড়দিন (Christmas 2022) উপলক্ষে গতকাল পার্ক স্ট্রিটে (Security in Park Street) প্রায় চার লক্ষ মানুষ ভিড় জমিয়েছিলেন । লালবাজার (Kolkata Police) সূত্রে খবর, সেই ভিড় এ বার দ্বিগুণেরও বেশি হতে চলেছে । পার্ক স্ট্রিটে বড়দিনকে কেন্দ্র করে প্রায় 10 লক্ষ মানুষ ভিড় জমাতে চলেছে বলে আগাম খবর রয়েছে লালবাজারের কাছে । আর এই ভিড়কে নিয়ন্ত্রণ করতে এ বার পার্ক স্ট্রিট চত্বরে বাড়তি নজরদারির ব্যবস্থা করল কলকাতা পুলিশ ৷ প্রায় পাঁচ থেকে সাত হাজার পুলিশকর্মী শুধুমাত্র পার্ক স্ট্রিটের জন্য বরাদ্দ থাকতে পারেন বলে লাল বাজার সূত্রের খবর । যদিও কলকাতা পুলিশের অপর একটি সূত্রের দাবি, বড়দিনে সন্ধ্যার পর থেকে বোঝা সম্ভব হবে ঠিক কত পুলিশ কর্মী সেখানে মোতায়েন করা হবে ।
বড়দিনকে ঘিরে পার্ক স্ট্রিটে উপচে পড়া ভিড়ে যাতে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য তৎপর রয়েছে কলকাতা পুলিশ । সেখানে তৈরি রয়েছে 11টি ওয়াচ টাওয়ার । পাশাপাশি পার্ক স্ট্রিটের আনাচে-কানাচে থাকছে কুইক রেসপন্স টিম এবং মহিলা সুরক্ষায় থাকছে কলকাতা পুলিশের বিশেষ প্রমিলা বাহিনী উইনার টিম । এছাড়াও বড়দিনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই চত্বরজুড়ে রাখা হবে কলকাতা পুলিশের স্নিফার ডগকে । পার্ক স্ট্রিট ক্রসিং এবং মল্লিক বাজার ক্রসিং - এই দুই জায়গাতেই মোতায়েন থাকবে হেভি রেডিয়ো ফ্লাইং স্কোয়াড বা এইচআরএফএস-এর একাধিক গাড়ি । কোনও রকমের অপ্রীতিকর ঘটনা বা গন্ডগোলের খবর পেলে তৎক্ষণাৎ এই বাহিনীর পুলিশ কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে সিদ্ধহস্ত ।