পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জাতীয় সঙ্গীত অবমাননার মামলায় আরও তিন বিজেপি বিধায়কককে লালবাজারে তলব

National Anthem Disrespect Case: বিজেপির বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ উঠেছে ৷ এখনও পর্যন্ত 23 জন বিজেপি বিধায়কের বিরুদ্ধে এই নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করছে লালবাজার ৷ শনিবার তিন বিধায়ককে নোটিশ দেওয়া হয়েছে ৷

Kolkata Police
Kolkata Police

By ETV Bharat Bangla Team

Published : Dec 2, 2023, 5:16 PM IST

কলকাতা, 2 ডিসেম্বর: ভারতের জাতীয় সঙ্গীত অবমাননার মামলায় এবার কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার চিঠি পেলেন আরও তিনজন বিজেপি বিধায়ক । আজ শনিবার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি, মিহির গোস্বামী এবং মালতি রাভা রায়কে ডাকা হয় কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে ।

বিধানসভায় জাতীয় সঙ্গীত অবমাননা করেছে বিজেপি, এই অভিযোগ তুলে তৃণমূলের তরফ থেকে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়া হয় । এই বিষয়ে কার্যত দু’দফায় হেয়ার স্ট্রেট থানায় লিখিত অভিযোগ জানানো হয় । প্রথম দফায় 12 জন বিধায়কের নামে অভিযোগ জানানো হয় এবং পরবর্তী দফায় 11 জন বিধায়কের নামে লিখিত অভিযোগ জানানো হয় বলে জানা গিয়েছে ।

এরপরই গত বৃহস্পতিবার কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা বিধানসভায় উপস্থিত হন । বিধানসভা চত্বরে তাঁরা ভিডিওগ্রাফি করেন । যদিও পুরো বিষয় মুখ খুলতে চাননি কলকাতা পুলিশের কোনও উচ্চপদস্থ আধিকারিক । পুলিশ সূত্রে খবর, এই ঘটনার তদন্তভার পড়েছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার উপর । তাদের তরফে অভিযুক্ত বিধায়কদের একে একে ডেকে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে ৷ তাঁদের বয়ান নথিভুক্ত করা হবে । পাশাপাশি খতিয়ে দেখা হবে যে আদৌও জাতীয় সঙ্গীতের অবমাননার ঘটনাটি সত্যি কি না ।

এই ঘটনার তদন্তের নেতৃত্বে রয়েছেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক ৷ তাঁর নেতৃত্বে একটি বিশেষ দল তৈরি করে তদন্ত চলছে বলে জানা গিয়েছে ।

উল্লেখ্য, গত বুধবার কলকাতায় অমিত শাহের সভা ছিল ৷ সেই সভা শেষ হওয়ার পর বিধানসভা চত্বরে পৌঁছান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির একাধিক বিধায়ক ৷ সেই সময় বিধানসভা চত্বরে আম্বেদকর মূর্তির পাদদেশে তৃণমূলের ধরনা চলছিল ৷ বিজেপির তরফে তৃণমূলকে উদ্দেশ্য করে স্লোগান দেওয়া হয় ৷ পালটা স্লোগান দেয় শাসক দল ৷

তৃণমূলের অভিযোগ, ধরনা শেষে তাঁরা জাতীয় সঙ্গীত গান ৷ সেই সময়ও বিজেপি বিক্ষোভ দেখায় ৷ সেই কারণেই তৃণমূলের তরফে স্পিকারের কাছে জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ করা হয় বিজেপির বিরুদ্ধে ৷ যদিও বিজেপির দাবি, সেই সময় যে তৃণমূল জাতীয় সঙ্গীত গাইছিল, তা তারা জানত না ৷ জানলে নিশ্চয় সম্মান প্রদর্শন করা হত ৷

আরও পড়ুন:

  1. বুধের পর বৃহস্পতিতেও 'চোর.. চোর' স্লোগানে উত্তপ্ত বিধানসভা
  2. জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে 11 বিজেপি বিধায়ককে তলব লালবাজারের
  3. শুভেন্দুর নেতৃত্বে গঙ্গাজল ঢেলে 'পবিত্র' করা হল আম্বেদকরের মূর্তির পাদদেশ

ABOUT THE AUTHOR

...view details