কলকাতা, 3 নভেম্বর: টিকিটের কালোবাজারি সম্পর্কে জানতে এবার সিএবির প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়েকে তলব করল ময়দান থানার পুলিশ । ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকা বনাম ভারতের ক্রিকেট ম্যাচ ঘিরে টিকিটের কালোবাজারির অভিযোগ উঠেছে ৷ সেই ঘটনাতেই সিএবির প্রেসিডেন্ট তথা ভারতের প্রাক্তণ অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়েকে তলব করা হল ৷ এর আগে এই বিষয়ে স্নেহাশিসের কাছ থেকে লিখিত তথ্য চেয়েছিল লালবাজার ।
ঘটনা প্রসঙ্গে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়েকে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি ৷ কলকাতা পুলিশের ডিসি সাউথ প্রিয়ব্রত রায় ইটিভি ভারতকে বলেন, "এই ঘটনায় ইতিমধ্যেই বেশ কিছু অভিযোগ দায়ের হয়েছে ৷ পাশাপাশি সিএবির প্রেসিডেন্ট যেহেতু স্নেহাশিস, তাই সিএবিকে আমরা 164 এ ধারায় নোটিশ দেওয়া হয়েছে ৷ স্নেহাশিস বা তাঁর কোন প্রতিনিধি থানায় এসে যোগাযোগ করতে পারেন এমনটাই বলা হয়েছে ওই নোটিশে ।"
সূত্রের খবর, সিএবির আধিকারিকদের থেকে কলকাতা পুলিশের আধিকারিকরা জানতে চান যে টিকিটের কালোবাজারি সম্পর্কে তাঁদের কাছে আগাম কোনও খবর ছিল কি না ৷ যদি টিকিটের কালোবাজারি সম্পর্কে তাঁদের আগাম খবর থেকে থাকত, সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলেন না কেন?।