কলকাতা, 12 নভেম্বর: চাকরিপ্রার্থীকে পুলিশের কামড় দেওয়ার ঘটনায় এবার অভিযুক্ত মহিলা কনস্টেবল ইভা থাপাকে তলক করল কলকাতা পুলিশ । লালবাজার সূত্রে খবর, সোমবার সকাল 10টার মধ্যে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনারের (দক্ষিণ) অফিসে তাঁকে ডেকে পাঠানো হয়েছে । নবান্নের তরফে কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলকে (Commissioner of Kolkata Police, Vineet Goyal) বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয় ৷ তারপরেই কলকাতা পুলিশের ডিসি (সাউথ) আকাশ মাখারিয়া গোটা ঘটনার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন ।
লালবাজার সূত্রের খবর, সোমবার কলকাতা পুলিশের মহিলা কনস্টেবল ইভা থাপাকে জিজ্ঞাসাবাদ করবেন কলকাতা পুলিশের ডিসি সাউথ (2) । এই জিজ্ঞাসাবাদে থাকবেন অন্য মহিলা পুলিশ আধিকারিকরাও । জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ায় তাঁর বয়ান রেকর্ড করা হবে । গোটা বক্তব্য ইভা থাপার থেকে শোনার পর অভিযোগকারী চাকরিপ্রার্থী অরুণিমা পালকে তলব করা হবে । সেক্ষেত্রে তাঁরও অভিযোগ এবং বক্তব্য রেকর্ড করা হবে ।
প্রত্যেকের বয়ান নথিভুক্ত করার পাশাপাশি সংশ্লিষ্ট ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে তা খতিয়ে দেখা হবে। ঠিক কী হয়েছিল এবং প্রকৃত ঘটনার উৎস খোঁজার জন্য ইতিমধ্যে তদন্তে নেমেছে কলকাতা পুলিশ ৷