কলকাতা, 20 নভেম্বর:আবার্জনাময় পুকুরটি পরিষ্কার করার নির্দেশ দিয়ে কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) স্বাস্থ্য বিভাগের তরফে নোটিশ দেওয়া হয়েছিল ৷ কিন্তু সেই নির্দেশ মানার বদলে নির্দ্বিধায় আস্ত পুকুরটাই লোপাট করার পরিকল্পনা করেছিলেন গড়ফার গৌরাঙ্গ সরনির বাসিন্দা এক ব্যক্তি ৷ তবে, শেষরক্ষা হল না ৷ পুলিশ (Kolkata Police) ও প্রশাসনের তৎপরতায় ভেস্তে গেল পুকুর ভরাটের (Pond Filling) প্রক্রিয়া ৷ ঘটনায় ব্যবহৃত একটি আর্থ মুভার বাজেয়াপ্ত করা হয়েছে ৷
শহর কলকাতায় মাঝেমধ্যেই পুকুর ভরাটের অভিযোগ ওঠে ৷ তবে, ইদানীংকালে আমজনতা এই বিষয়টি নিয়ে অত্যন্ত সচেতন ৷ তাই শুধুমাত্র পরিবেশপ্রেমীরাই নন, তাঁরাও এই ধরনের ঘটনা ঘটতে দেখলে রুখে দাঁড়ান এবং প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন ৷ এক্ষেত্রেও তেমনটা হয়েছে ৷ যদিও একেবারেই কোনও অনভিপ্রেত ঘটনা যে ঘটে না, এমনটাও নয় ৷ যেমন, পরিবেশকর্মীদের একাংশের অভিযোগ, অনেক সময়েই পৌরনিগমে বা পুলিশের কাছে পুকুর ভরাটের অভিযোগ জানিয়ে কোনও লাভ হয় না ৷ এমনকী, 'টক টু মেয়র'-এ ফিরহাদ হাকিমকেও এ নিয়ে অনেকে অভিযোগ করেছেন ৷ এরই ভিত্তিতে মেয়র নির্দেশ দেন, পুকুর ভরাটের অভিযোগ এলেই বিন্দুমাত্র সময় নষ্ট না করে পদক্ষেপ করতে হবে পৌরকর্মীদের ৷ প্রয়োজনে তাঁদের পুলিশের সাহায্যও নিতে হবে ৷ মেয়রের এই নির্দেশর পর তৎপর হয়েছেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররাও ৷