কলকাতা, 29 এপ্রিল : আগ্নেয়াস্ত্র-সহ ধরা পড়ল দুষ্কৃতী ৷ মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই এই ঘটনা ৷ সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশের কর্তাদের এমন বার্তা দিয়েছেন ৷ বলেন, "এলাকায় নজরদারি বাড়াতে হবে । কোথায়, কোন ব্যক্তি আগ্নেয়াস্ত্র সরবরাহ করছে তার নজর রাখতে হবে স্থানীয় প্রশাসনকে ।" এরপরই নড়েচড়ে বসল কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের গোয়েন্দারা (Man arrested with pistols by Kolkata Police STF) ৷ তারপরই এই সাফল্য ৷
পুলিশ জানায়, বৃহস্পতিবার মালদা থেকে কলকাতায় আগ্নেয়াস্ত্র সরবরাহ করতে আসে আজিজুল মোমিন ৷ তখনই তাকে গ্রেফতার করেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের গোয়েন্দারা । ধৃত আজিজুল মালদা থেকে দু'টি আগ্নেয়াস্ত্র নিয়ে এসে আমহার্স্ট থানার অন্তর্গত এক এলাকার কোনও ব্যক্তিকে সরবরাহ করার চেষ্টা করছিল ।