পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Pistols Recovered in Kolkata : মালদা থেকে কলকাতায় আগ্নেয়াস্ত্র সরবারহের চেষ্টা, এসটিএফের জালে 1 - Kolkata Police STF arrests a man with two pistols

আবারও সাফল্য কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের গোয়েন্দাদের ৷ গতকাল গোপন সূত্রে খবর পেয়ে মালদার এক আগ্নেয়াস্ত্র সরবরাহকারীকে কলকাতার আমহার্স্ট স্ট্রিট এলাকা থেকে গ্রেফতার করা হল ৷ গোয়েন্দাদের অনুমান, কোনও আন্তর্জাতিক আগ্নেয়াস্ত্র সরবরাহকারী দলের সঙ্গে যোগ রয়েছে ওই ধৃতের (Man arrested with pistols by Kolkata Police STF) ৷

kolkata news
সাফল্য কলকাতা পুলিশের এসটিএফের

By

Published : Apr 29, 2022, 9:16 AM IST

Updated : Apr 29, 2022, 9:24 AM IST

কলকাতা, 29 এপ্রিল : আগ্নেয়াস্ত্র-সহ ধরা পড়ল দুষ্কৃতী ৷ মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই এই ঘটনা ৷ সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশের কর্তাদের এমন বার্তা দিয়েছেন ৷ বলেন, "এলাকায় নজরদারি বাড়াতে হবে । কোথায়, কোন ব্যক্তি আগ্নেয়াস্ত্র সরবরাহ করছে তার নজর রাখতে হবে স্থানীয় প্রশাসনকে ।" এরপরই নড়েচড়ে বসল কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের গোয়েন্দারা (Man arrested with pistols by Kolkata Police STF) ৷ তারপরই এই সাফল্য ৷

পুলিশ জানায়, বৃহস্পতিবার মালদা থেকে কলকাতায় আগ্নেয়াস্ত্র সরবরাহ করতে আসে আজিজুল মোমিন ৷ তখনই তাকে গ্রেফতার করেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের গোয়েন্দারা । ধৃত আজিজুল মালদা থেকে দু'টি আগ্নেয়াস্ত্র নিয়ে এসে আমহার্স্ট থানার অন্তর্গত এক এলাকার কোনও ব্যক্তিকে সরবরাহ করার চেষ্টা করছিল ।

আরও পড়ুন :থানার আইসি'র অসহযোগিতা ! তবে এসপি'র হস্তক্ষেপে গ্রেফতার নাবালিকা ধর্ষণে অভিযুক্ত

গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের গোয়েন্দারা আজিজুলকে গ্রেফতার করেন । তার কাছ থেকে উদ্ধার হয় দু'টি সেভেন এমএম পিস্তল । ধৃতকে শুক্রবার অর্থাৎ আজ আদালতে পেশ করা হবে । তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান গোয়েন্দারা । কলকাতা পুলিশের যুগ্ম-কমিশনার ভি সলেমন নেশাকুমার গোটা ঘটনার তদন্ত করছেন । তাঁর অনুমান, এই ঘটনার নেপথ্যে যুক্ত রয়েছে কোনও আন্তর্জাতিক আগ্নেয়াস্ত্র সরবরাহকারী দল ।

Last Updated : Apr 29, 2022, 9:24 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details