কলকাতা ও শিলিগুড়ি, 20 অক্টোবর: রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (Kolkata Police STF) গোয়েন্দাদের বড়সড় সাফল্য । দীর্ঘদিন নিখোঁজ থাকার পর অবশেষে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেফতার প্রাক্তন কেএলও জঙ্গি মালখান সিং (KLO Leader Malkhan Singh) । গ্রেফতারির পর কলকাতায় এনে জেরা করা হবে কেএলও সুপ্রিমো জীবন সিংয়ের ঘনিষ্ঠ এই শীর্ষ নেতাকে (Kolkata Police STF arrested KLO Leader Malkhan Singh) ।
কেএলও চিফ জীবন সিংহের ভিডিয়ো বার্তার পর ফের সক্রিয় হতে শুরু করেছে কেএলও জঙ্গি সংগঠনের প্রাক্তন সদস্যরা । বুধবার শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়িতে অভিযান চালিয়ে মালখান সিংকে গ্রেফতার করে এসটিএফ । তাকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এসটিএফ আধিকারিকদের হাতে । স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিক সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মাধব মণ্ডল ওরফে মালখান সিংয়ের বাড়ি মালদার বামনগোলার বাসিন্দা । এর আগেও বেশ কয়েকবার তাকে গ্রেফতার করেছিল এসটিএফ । 2019 সাল থেকে কেএলও জঙ্গি সংগঠন থেকে দূরে সরে আসে সে । কিন্তু এসটিএফ আধিকারিকদের অনুমান, কেএলও সংগঠনের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল । সম্প্রতি জীবন সিংহের ভিডিয়ো বার্তা পেয়ে সে ফের সক্রিয় হয়ে ওঠে । মাঝেমধ্যেই অসম, মালদা ও শিলিগুড়িতে যাতায়াত শুরু করেছিল মালখান ।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে থাকাকালীনই কেএলও জঙ্গি ধরা পরায় পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে । কেএলও চিফ জীবন সিংহের সঙ্গে তার সরাসরি যোগ রয়েছে বলেই খবর মিলেছে প্রাথমিকভাবে । বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে পুলিশি হেফাজতের নির্দেশ দেন ।