কলকাতা, 26 অগস্ট: ভারতে থেকে পাকিস্তানে বসবাস করা এক মহিলাকে ভারতের বিভিন্ন শহরের ছবি ও ভিডিয়োগ্রাফি পাঠানোর অভিযোগে বিহার থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ ৷ ওই ব্যক্তির নাম ভক্তবংশী ঝাঁ ৷ এই বিষয়ে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এসটিএফের দায়িত্ব থাকা এক শীর্ষ আধিকারিক বলেন, "যেহেতু এটি ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়, ফলে ওই মহিলার নাম-পরিচয় এই মুহূর্তে আমরা প্রকাশ করছি না ৷ কিন্তু ওই মহিলা সরাসরিভাবে পাকিস্তানে ইনটেলিজেন্স ব্যুরোর সঙ্গে যুক্ত ৷"
কলকাতা পুলিশ সূত্রে খবর, ধৃত ওই ব্যক্তির ঘর থেকে উদ্ধার হয়েছে একাধিক ভোটার কার্ড ও আধার কার্ড ৷ এছাড়াও ওই ব্যক্তি পাকিস্তানে গিয়েছিলেন কি না, বা ওই পাকিস্তানি মহিলা ভারতে এসেছিলেন কি না, তা ইতিমধ্যেই খোঁজখবর শুরু করা হয়েছে ৷ লালবাজার সূত্রের খবর, ওই ব্যক্তি ভারতের বিভিন্ন গুরুত্বপূণ শহর তথা মুম্বই, দিল্লি, কলকাতা-সহ একাধিক শহরে ঘুরে বেড়াত ৷ শহরগুলির বিভিন্ন ছবি ও ভিডিয়ো ইতিমধ্যেই পাকিস্তানি ইনটেলিজেন্স ব্যুরোর হাতে চলে গিয়েছে বলে সন্দেহ পুলিশের ৷
ইতিমধ্যেই কলকাতা পুলিশের এসটিএফের একটি ইউনিটকে ইতিমধ্যেই বিহারের উদ্দেশে পাঠানো হয়েছে ৷ ধৃত ওই ব্যক্তিকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হবে ৷ এ বিষয়ে এনআইএর সঙ্গে যোগাযোগ করছে কলকাতা পুলিশ । কলকাতা পুলিশের এসটিএফ সূত্রের খবর, ধৃত ওই ব্যক্তি রাজধানী দিল্লিতে একটি কুরিয়ার কোম্পানির কুরিয়ার বয় হিসেবে কাজ করত।