কলকাতা, 8 এপ্রিল: তিরিশ সেকেন্ডের একটি ভিডিয়ো ৷ সেখানে দেখা যাচ্ছে দু’টি মেয়েকে ৷ হাতে সিগারেট নিয়ে ওই দু’জন গাইছেন জাতীয় সঙ্গীত ৷ সেই সময় হেসে গড়িয়ে পড়ছেন তাঁরা ৷ তাঁদের বডি ল্যাঙ্গুয়েজেই স্পষ্ট যে জাতীয় সঙ্গীত নিয়ে স্রেফ মশকরা করতেই এই ভিডিয়ো তৈরি করেছেন তাঁরা ৷ একজন তো সিগারেটকে জাতীয় পতাকা হিসেবেও দেখাচ্ছেন ভিডিয়োতে ৷
সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিনে ভাইরাল হয়েছে ভিডিয়োটি ৷ জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ উঠেছে ৷ ওই দু’টি মেয়ের কঠিন শাস্তির দাবি উঠেছে ৷ ইতিমধ্যে অভিযোগও দায়ের হয়েছে লালবাজারের সাইবার সেলে ৷ কলকাতা পুলিশ ভিডিয়োর সত্যতা যাচাই করার চেষ্টা করছে ৷ কলকাতা পুলিশের ডিসি (সাইবার) অতুল ভি প্রসাদ ইটিভি ভারতকে বলেন, ‘‘এই ঘটনায় আমরা তদন্তে নেমেছি । কোন আইপি অ্যাড্রেস থেকে এই ভিডিয়োটি ফেসবুকে পোস্ট করা হয়েছিল, তার খোঁজ চলছে ।’’
একটি সূত্র থেকে জানা গিয়েছে, ওই দু’জন স্কুলছাত্রী ৷ দু’জনেই কলকাতার উত্তর শহরতলির দু’টি স্কুলে পড়ে ৷ কিন্তু তাঁদের আসল পরিচয় কী, সেটা জানতে কলকাতা পুলিশের তদন্তের অপেক্ষায় থাকতেই হবে ৷ তবে সোশ্যাল মিডিয়ায় প্রায় সকলেই নিন্দা করেছেন এমন ভিডিয়োর ৷ স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, কেন তাঁরা এমন করলেন ?