পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Women Safety In Kolkata: মহিলা নিরাপত্তায় লালবাজারের 'হটলাইন কিয়স্ক' - কলকাতার খবর

রাতের শহরে মহিলাদের নিরাপত্তায় জোর দিতে চলেছে কলকাতা পুলিশ (Women Safety In Kolkata) ৷ মহিলা নিরাপত্তার জন্য এবার চালু হতে চলেছে 'হটলাইন কিয়স্ক ৷' প্রযুক্তির সাহায্যে ভিডিও কল বা ফোনের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন মহিলারা ।

Women Safety In Kolkata
মহিলা নিরাপত্তার জন্য লালবাজারে চালু হল 'হট লাইন কিয়স্ক'

By

Published : Dec 15, 2021, 9:40 AM IST

কলকাতা, 15 ডিসেম্বর:রাতের শহরে মহিলা নিরাপত্তায় এবার আরও জোর দিল কলকাতা পুলিশ (Women Safety In Kolkata) । মহিলা নিরাপত্তার জন্য এবার চালু করা হল 'হটলাইন কিয়স্ক ৷' লালবাজার সূত্রের খবর, এটি একটি অভিনব উদ্যোগ কলকাতা পুলিশের । নিজের নামপ্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের কথায় এটি খুব সম্ভবত দেশের সব থেকে অন্যতম অভিনব উদ্যোগ ।

তবে কী এই 'হটলাইন কিয়স্ক' ? কীভাবে এটি ব্যবহার হবে ? রাতে মহিলারা কোনওরকম বিপদে পড়লে আর হয়রানির শিকার হতে হবে না । এটি একটি আউটপোস্টের আদলে তৈরি করা হচ্ছে । প্রথমে দক্ষিণ কলকাতার আলিপুর চিড়িয়াখানার কাছে এই 'হটলাইন কিয়স্কটি' তৈরি করা হবে । এই কিয়স্কের ভিতরে থাকবে পুলিশকর্মীরা এবং উন্নতমানের যন্ত্রপাতি । বিপদে পড়া ওই মহিলাকে 'হটলাইন কিয়স্ক'-এর ভিতরে ঢুকে একটি বিশেষ স্ক্রিনের মাধ্যমে প্রযুক্তির সাহায্যে ভিডিয়ো কলের মাধ্যমে অভিযোগ জানাতে হবে । সেই ভিডিয়ো কল সরাসরি সংশ্লিষ্ট থানার আধিকারিক দেখতে পাবেন । ফলে তড়িঘড়ি সাহায্যের হাত বাড়াতে পারবে পুলিশকর্মীরাও । তাছাড়াও কিয়স্কে থাকবে একটি বিশেষ ফোন । সেই ফোনের মাধ্যমে শুধুমাত্র থানার অফিসারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হবে । প্রয়োজন পড়লে মহিলারা সেখান থেকেও অভিযোগ জানাতে পারবেন ৷ তার জন্য যেতে হবে না থানায় ।

আরও পড়ুন: গ্রুপ-ডির পর গ্রুপ-সি মামলাতেও অস্বস্তিতে স্কুল সার্ভিস কমিশন

এই বিশেষ উদ্যোগটি শুধুমাত্র মহিলাদের জন্য ৷ এজন্য সবসময়ই থানায় থাকবেন একজন মহিলা পুলিশকর্মী । সম্প্রতি বিধাননগর কমিশনারেটের আওতায় সল্টলেক করুণাময়ী বাসস্ট্যান্ডে এক মহিলাকে তাঁর গন্তব্যে পৌঁছে দেওয়ার নাম করে নিজের বাইকে তুলে তাঁকে বাইপাসের উপর নির্জন জায়গায় নিয়ে গিয়ে শ্লীলতাহানি করা হয় । সেই ঘটনায় অভিযোগ ওঠে খোদ বিধাননগর ট্রাফিক বিভাগের একজন অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর এবং একজন সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে । তাছাড়াও সম্প্রতি ময়দান চত্বরে এক মহিলাকে থাপ্পড় মারার অভিযোগ ওঠে কর্তব্যরত এসআইয়ের বিরুদ্ধে । সেই ঘটনায়ও অভিযুক্ত ওই এসআইকে সাসপেন্ড করেছিল কলকাতা পুলিশ । এই সকল ঘটনা থেকে শিক্ষা নিয়েই এবারে রাতের শহরে মহিলা সুরক্ষায় অভিনব উদ্যোগ নিল লালবাজার ।

ABOUT THE AUTHOR

...view details