কলকাতা, 15 ডিসেম্বর:রাতের শহরে মহিলা নিরাপত্তায় এবার আরও জোর দিল কলকাতা পুলিশ (Women Safety In Kolkata) । মহিলা নিরাপত্তার জন্য এবার চালু করা হল 'হটলাইন কিয়স্ক ৷' লালবাজার সূত্রের খবর, এটি একটি অভিনব উদ্যোগ কলকাতা পুলিশের । নিজের নামপ্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের কথায় এটি খুব সম্ভবত দেশের সব থেকে অন্যতম অভিনব উদ্যোগ ।
তবে কী এই 'হটলাইন কিয়স্ক' ? কীভাবে এটি ব্যবহার হবে ? রাতে মহিলারা কোনওরকম বিপদে পড়লে আর হয়রানির শিকার হতে হবে না । এটি একটি আউটপোস্টের আদলে তৈরি করা হচ্ছে । প্রথমে দক্ষিণ কলকাতার আলিপুর চিড়িয়াখানার কাছে এই 'হটলাইন কিয়স্কটি' তৈরি করা হবে । এই কিয়স্কের ভিতরে থাকবে পুলিশকর্মীরা এবং উন্নতমানের যন্ত্রপাতি । বিপদে পড়া ওই মহিলাকে 'হটলাইন কিয়স্ক'-এর ভিতরে ঢুকে একটি বিশেষ স্ক্রিনের মাধ্যমে প্রযুক্তির সাহায্যে ভিডিয়ো কলের মাধ্যমে অভিযোগ জানাতে হবে । সেই ভিডিয়ো কল সরাসরি সংশ্লিষ্ট থানার আধিকারিক দেখতে পাবেন । ফলে তড়িঘড়ি সাহায্যের হাত বাড়াতে পারবে পুলিশকর্মীরাও । তাছাড়াও কিয়স্কে থাকবে একটি বিশেষ ফোন । সেই ফোনের মাধ্যমে শুধুমাত্র থানার অফিসারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হবে । প্রয়োজন পড়লে মহিলারা সেখান থেকেও অভিযোগ জানাতে পারবেন ৷ তার জন্য যেতে হবে না থানায় ।