পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

AAP নেত্রীকে সোশাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য, কলকাতার যুবকের বিরুদ্ধে তদন্তে পুলিশ - kolkata youth allegedly make bad comment on app lady leader

মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের কারমাদ স্টেশনের কাছে মালগাড়ি পিষে দেয় 16 জন পরিযায়ী শ্রমিককে । শুক্রবার সকালের এই ঘটনা নিয়ে টুইট করেছিলেন আম আদমি পার্টির ওই মহিলা নেত্রী ।

কলকাতার যুবকের বিরুদ্ধে তদন্তে পুলিশ
কলকাতার যুবকের বিরুদ্ধে তদন্তে পুলিশ

By

Published : May 9, 2020, 12:22 AM IST

Updated : May 9, 2020, 12:44 AM IST

কলকাতা, 8 মে: আম আদমি পার্টির জাতীয় এগজ়িকিউটিভ কমিটির এক মহিলা সদস্যকে সোশাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠল কলকাতার এক যুবকের বিরুদ্ধে । সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মুম্বইবাসী ওই মহিলা ই-মেলে অভিযোগ জানান কলকাতা পুলিশের যুগ্ম-কমিশনার অপরাধের কাছে । নেত্রীর অভিযোগ, ওই মন্তব্যের মাধ্যমে শ্লীলতাহানি হয়েছে তাঁর । ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ ।

মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের কারমাদ স্টেশনের কাছে মালগাড়ি পিষে দেয় 16 জন পরিযায়ী শ্রমিককে । শুক্রবার সকালের এই ঘটনা নিয়ে টুইট করেছিলেন আম আদমি পার্টির ওই মহিলা নেত্রী । তিনি মুম্বইয়ের যেখানে থাকেন সেখান থেকে 360 কিলোমিটার দূরে ঘটে ঘটনাটি । স্বাভাবিকভাবেই তার আবেগ বশ মানেনি । তিনি এই ঘটনার জন্য রেলমন্ত্রককে দায়ী করেন ।

অভিযোগ, সেই টুইটের পরিপ্রেক্ষিতে কলকাতার এক যুবক তাঁকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন ৷ অপমানজনক এই মন্তব্যের পরই ওই মহিলা কলকাতা পুলিশের যুগ্ম-কমিশনার অপরাধের কাছে অভিযোগ জানান ।

লালবাজার সূত্রের খবর, ইতিমধ্যেই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ । চিৎপুর থানায় ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে । কুরুচিকর মন্তব্যের জন্য ওই যুবককে গ্রেপ্তার করা হতে পারে ।

Last Updated : May 9, 2020, 12:44 AM IST

ABOUT THE AUTHOR

...view details