কলকাতা, 26 ফেব্রুয়ারি : বিজেপির যুব নেত্রী পামেলা গোস্বামীর থেকে উদ্ধার হওয়া মাদক সংক্রান্ত মামলায় এবার বিজেপি নেতা অনুপম হাজরা এবং শঙ্কুদেব পণ্ডাকে নোটিস পাঠাল লালবাজার । যত তাড়াতাড়ি সম্ভব তাঁরা যেন কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন এমনটাই বলা হয়েছে নোটিস মারফত ।
আলিপুর আদালতে মামলা চলাকালীন একাধিকবার তাঁর কাছ থেকে অনুপম হাজরা এবং শঙ্কুদেব পণ্ডার নাম এসেছে । ফলে সেই সুবাদেই রাকেশ সিংয়ের সঙ্গে তাঁদের মাদক কাণ্ডে কি যোগ রয়েছে, তা জানার জন্যই এই দুই নেতাকে নোটিস পাঠানো হয়েছে বলে খবর লালবাজার সূত্রের খবর ।
শুক্রবার সকালে তাঁদের নোটিস পাঠানো হয়েছে । যদিও এই বিষয়ে অনুপম হাজরা বা শঙ্কুদেব পণ্ডার সঙ্গে যোগাযোগ করা যায়নি । তবে পুলিশ সূত্রে খবর, পামেলা গোস্বামী সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে এই ঘটনায় বিজেপির অন্য কোন নেতা-নেত্রীর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই ।