পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গাড়ির দরজায় লুকোনো 12 কোটির হেরোইন,পাচারের আগে গ্রেপ্তার 2

গাড়ির দরজায় লুকোনো ছিল 12 কোটি টাকা মূল্যের হেরোইন ৷ পাচারের আগে মধ্য কলকাতা থেকে দুজনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ ৷

ধৃতেরা

By

Published : Aug 4, 2019, 2:45 AM IST

কলকাতা, 4 অগাস্ট : সোর্স মারফত খবর এসেছিল, মধ্য কলকাতা দিয়ে প্রচুর পরিমাণে হেরোইন পাচার হবে । সতর্ক হয়ে যায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স (STF) । শুরু হয় নজরদারি । সেই সূত্রেই উদ্ধার হল প্রায় 12 কোটি টাকা মূল্যের হেরোইন । গ্রেপ্তার করা হয় দু'জনকে । পুলিশ জানিয়েছে, সাম্প্রতিককালে একসঙ্গে এত পরিমাণ হেরোইন উদ্ধারের ঘটনা বিরল ৷

সোর্স মারফত খবর পাওয়ার পর মধ্য কলকাতার একাধিক এলাকায় নজরদারি শুরু করে পুলিশ ৷ হেয়ার স্ট্রিট থানার মুন্সি প্রেমচাঁদ সরণিতে একটি গাড়ি আটক করা হয় । গাড়িটির নম্বর WB-06F/8622 । কিন্তু, কোথায় মাদক? তন্নতন্ন করে খুঁজেও প্রথমে কিছু পাওয়া যায়নি । তবে কি ভুল খবর দিল সোর্স ? সেই সময় পুলিশের নজর পড়ে গাড়ির দরজার উপর । একটি দরজার স্ক্রু যেন কিছুটা ঢিলে । খোলা হয় দরজার প্রতিটি স্ক্রু ৷ সেখান থেকেই বেরিয়ে আসে 3.208 কিলোগ্রাম হেরোইন ৷ পুলিশের বক্তব্য, যার বাজারমূল্য সর্বোচ্চ 12 কোটি টাকা ।

এই সংক্রান্ত আরও খবর :ইয়াবা সাপ্লাই করতে কলকাতায় বাংলাদেশি, উদ্ধার প্রচুর মাদক

গ্রেপ্তার করা হয় গাড়িতে থাকা দীপক রায় এবং কুমার ছেত্রীকে । দু'জনেই অসমের বাসিন্দা । তাদের জিজ্ঞাসাবাদ করে ওই হেরোইন কোথা থেকে আনা হচ্ছিল তা জানার চেষ্টা করা হচ্ছে ।

এই সংক্রান্ত আরও খবর :লালগোলায় 30 লাখের হেরোইনসহ মাদক পাচারকারী গ্রেপ্তার

ABOUT THE AUTHOR

...view details