পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কলকাতার ফের উদ্ধার 4 লাখের জাল নোট, গ্রেপ্তার 1 - kolkata news daily update

মালদা থেকে কলকাতায় জাল নোট পাচারের চেষ্টা চলেছিল । কিন্তু কলকাতা পুলিশের তৎপরতায় বাজেয়াপ্ত হল সেই নোট । অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

Kolkata
কলকাতা

By

Published : Feb 5, 2020, 11:45 PM IST

Updated : Feb 6, 2020, 12:46 AM IST

কলকাতা, 5 ফেব্রুয়ারি : মালদা থেকে কলকাতায় জালনোট পাচারের চেষ্টা। তবে আবারও পুলিশের তৎপরতায় পাচারকারী সাফল্য পেল না । নির্দিষ্ট ব্যক্তির হাতে তুলে দেবার আগেই জাল নোটসহ ধরা পড়ল পাচারকারী । ধৃতের থেকে বাজেয়াপ্ত হয়েছে চার লাখ টাকার জাল নোট ।

কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স সূত্রে খবর, আজ দুপুর 1টা নাগাদ পার্ক দক্ষিণ বন্দর থানা এলাকার স্ট্র্যান্ড রোডের জাজেস ঘাটের কাছে আটক করা হয় এক ব্যক্তিকে । ওই ব্যক্তি আজ সকালে ট্রেনেই কলকাতা এসেছিল বলে পুলিশের ধারণা । তার নাম আজিজুল শেখ । বয়স 64 । মালদার কালিয়াচকের বাসিন্দা । জালনোট কলকাতায় আসার খবর ছিল গোয়েন্দাদের কাছে । গোয়েন্দারা জানতে পারেন, স্ট্র্যান্ড রোড এলাকায় হবে সেই নোটের হাতবদল হবে । তার আগেই ওই ব্যক্তিকে আটক করে পুলিশ । চলে তল্লাশি । পুলিশ উদ্ধার করে 2000 টাকার নোটে চার লাখ টাকার জাল নোট । এরপরেই তাকে গ্রেপ্তার করে পুলিশ ।

STF সূত্রে খবর, গত 22 জানুয়ারি মালদার কালিয়াচক থেকে কলকাতায় আসে আকরামুল এবং সেনাউল শেখ । আকরামুলের বয়স 43 । সেনাউল 34 বছরের যুবক । তাদের কলকাতায় আসার খবর ছিল পুলিশের কাছে । সেই মতোই চলছিল নজরদারি । কলকাতার শহীদ মিনারের কাছে তাদের আটক করা হয় । তাদের ব্যাগ এবং প্যান্টের পকেট খতিয়ে দেখে প্রাথমিকভাবে কিছুই পায়নি গোয়েন্দারা । তাদের সোয়েটারের খুলতেই খোলে রহস্যের জাল । ভেতরে রয়েছে গোপন পকেট । তাতে থরে থরে সাজানো 500 টাকার জাল নোট । সেনাউলকে জিজ্ঞাসাবাদ করে এনামুলের কথা জানতে পেরেছিল পুলিশ । এনামুল হক গত 3 ডিসেম্বর কলকাতায় পাঁচ লাখ টাকার জালনোট সহ নারকেলডাঙ্গা থানা এলাকা থেকে ধরা পড়ে । এনামুল এবং সেনাউললকে জেরা করে আজিজুলের বিষয়ে খবর পায় পুলিশ।

উদ্ধার হওয়া জাল নোট

প্রথমে মালদা থেকে জালনোট আনা হয় কলকাতায় । তারপর তা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে । কোন চক্র এর পিছনে রয়েছে তার খোঁজ করছে পুলিশ । ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তথ্য জানার চেষ্টা করছে । কলকাতায় ওই ব্যক্তি কার হাতে জাল নোট তুলে দিত তাও জানার চেষ্টা করছে পুলিশ ।

Last Updated : Feb 6, 2020, 12:46 AM IST

ABOUT THE AUTHOR

...view details