পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফের কলকাতায় জাল নোট চক্রের খোঁজ, ধৃত 2

কলকাতায় জাল নোট চক্রের পর্দা ফাঁস । ঘটনায় আটক করা হয়েছে দু'জনকে ।

ধৃত ব্যক্তি

By

Published : Jun 18, 2019, 9:41 AM IST

Updated : Jun 18, 2019, 1:25 PM IST

কলকাতা, 18 জুন : ফের কলকাতায় জাল নোট চক্রের পর্দা ফাঁস । ঘটনায় আটক করা হয়েছে দু'জনকে । উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট ।

STF সূত্রে খবর, আতিকুল শেখ ওরফে বান্দা এবং অসিম আক্রম ওরফে ওয়াসিম দিন কয়েক আগে কলকাতায় আসে । বান্দার বাড়ি মালদার বৈষ্ণবনগরের জয়েনপুরে । অন্যদিকে, চক বাহাদুরপুরের বাসিন্দা অসিম আক্রম । জাল নোট চক্রের ক্যারিয়ার হিসেবে কাজ করছিল এরা । অভিযোগ, অতীতেও তারা নির্দিষ্ট ব্যক্তির হাতে পৌঁছে দিয়েছে জাল নোট । সূত্র মারফত খবর ছিল পুলিশের কাছে । নজর রাখা হচ্ছিল তাদের উপর । সেই মতো স্ট্র্যান্ড রোডে ইস্টার্ন রেলওয়ে কো-অপারেটিভ ব্যাঙ্ককের পাশ থেকে আটক করা হয় তাদের। উদ্ধার হয় জাল নোট।

গত 8 জুন পুলিশের হাতে ধরা পড়ে সালোয়ার হোসেন নামে জাল নোট চক্রের এক পাণ্ডা । তার কাছেও উদ্ধার হয়েছিল লক্ষাধিক টাকার জাল নোট । তাকে জেরা করেই ওয়াসিম এবং বান্দার খোঁজ পায় পুলিশ ।

Last Updated : Jun 18, 2019, 1:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details