কলকাতা, 18 জুলাই:কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল দায়িত্ব নেওয়ার পর লালবাজারের আমূল বদলেছে 'ডায়াল 100' পরিষেবা। আর সেই 100 ডায়াল করেই এক মহিলার প্রাণ বাঁচলেন স্থানীয়রা।আত্মহত্যার মুখ থেকে ফিরিয়ে মহিলার নবজন্ম দিল কলকাতা পুলিশ ৷ রবিবার রাত 1টা নাগাদ দক্ষিণ গড়ফা থানা এলাকায় ঘটনাটি ঘটে ৷ তবে 100 ডায়াল করায় বাঁচল প্রাণ ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান পারিবারিক অশান্তির জেরেই আত্মহত্যার চেষ্টা করছিলেন ওই মহিলা ৷ বর্তমানে তাঁর কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে ৷
জানা গিয়েছে, ওই মহিলা দু’টি বিয়ে হলেও দু'পক্ষের স্বামীর দুই কন্যা সন্তানকে নিয়ে আলাদা থাকেন ৷ দীর্ঘদিন ধরেই তিনি পারিবারিক অশান্তিতে ভুগছিলেন তিনি ৷ রবিবার তা চরমে পৌঁছয় ৷ তারপর হঠাৎই ওই মহিলা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন ৷ বেশ কিছুক্ষণ মায়ের কোনও সাড়াশব্দ না পেয়ে ওই মহিলার বড় মেয়ে এলাকাবাসীদের সমস্ত বিষয়টি জানান ৷ কিছু একটা অঘটন ঘটতে পারে অনুমান করেই স্থানীয়রা তড়িঘড়ি পুলিশে খবর দিতে 100 ডায়াল করে ৷ খবর পেয়েই ঘটনাস্থলে আসে দুই কনস্টেবল ও মহিলা পুলিশ কর্মী ৷ স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ওই মহিলাকে উদ্ধার করে তারা ৷
পুলিশ সূত্রে খবর, ওই মহিলা জার্মান কনস্যুলেটে কাজ করেন ৷ পারিবারিক অশান্তি থেকেই তিনি আত্মহত্যা করার চেষ্টা করেন বলে অনুমান ৷ তবে আর কয়েক মিনট দেরি হলে তাঁকে আর বাঁচানো সম্ভব হত না বলে জানিয়েছে পুলিশ ৷ মহিলার সঙ্গে কথা বলে তাঁর কাউন্সেলিংয়ের ব্যবস্থা করেছে স্থানীয় থানার পুলিশ ৷ তিনি কেন আত্মহত্যা করতে গিয়েছিলেন, তাও জানার চেষ্টা করছে পুলিশ ৷