পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kolkata Police: ডায়াল 100, আত্মহত্যায় উদ্যত মহিলার প্রাণ বাঁচাল কলকাতা পুলিশ ! - কলকাতা পুলিশ

পুলিশি তৎপরতায় প্রাণ বাঁচল এক মহিলার ৷ পারিবারিক অশান্তির জেরে আত্নহত্যার চেষ্টা করতে গিয়েছিলেন তিনি ৷ স্থানীয়রা 100 ডায়াল করে পুলিশে খবর দেয় ৷ পুলিশে এসে দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে ৷ আপাতত ওই মহিলার কাউন্সেলিং চলছে ৷

ETV Bharat
কলকাতা পুলিশ

By

Published : Jul 18, 2023, 7:01 PM IST

কলকাতা, 18 জুলাই:কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল দায়িত্ব নেওয়ার পর লালবাজারের আমূল বদলেছে 'ডায়াল 100' পরিষেবা। আর সেই 100 ডায়াল করেই এক মহিলার প্রাণ বাঁচলেন স্থানীয়রা।আত্মহত্যার মুখ থেকে ফিরিয়ে মহিলার নবজন্ম দিল কলকাতা পুলিশ ৷ রবিবার রাত 1টা নাগাদ দক্ষিণ গড়ফা থানা এলাকায় ঘটনাটি ঘটে ৷ তবে 100 ডায়াল করায় বাঁচল প্রাণ ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান পারিবারিক অশান্তির জেরেই আত্মহত্যার চেষ্টা করছিলেন ওই মহিলা ৷ বর্তমানে তাঁর কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে ৷

জানা গিয়েছে, ওই মহিলা দু’টি বিয়ে হলেও দু'পক্ষের স্বামীর দুই কন্যা সন্তানকে নিয়ে আলাদা থাকেন ৷ দীর্ঘদিন ধরেই তিনি পারিবারিক অশান্তিতে ভুগছিলেন তিনি ৷ রবিবার তা চরমে পৌঁছয় ৷ তারপর হঠাৎই ওই মহিলা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন ৷ বেশ কিছুক্ষণ মায়ের কোনও সাড়াশব্দ না পেয়ে ওই মহিলার বড় মেয়ে এলাকাবাসীদের সমস্ত বিষয়টি জানান ৷ কিছু একটা অঘটন ঘটতে পারে অনুমান করেই স্থানীয়রা তড়িঘড়ি পুলিশে খবর দিতে 100 ডায়াল করে ৷ খবর পেয়েই ঘটনাস্থলে আসে দুই কনস্টেবল ও মহিলা পুলিশ কর্মী ৷ স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ওই মহিলাকে উদ্ধার করে তারা ৷

পুলিশ সূত্রে খবর, ওই মহিলা জার্মান কনস্যুলেটে কাজ করেন ৷ পারিবারিক অশান্তি থেকেই তিনি আত্মহত্যা করার চেষ্টা করেন বলে অনুমান ৷ তবে আর কয়েক মিনট দেরি হলে তাঁকে আর বাঁচানো সম্ভব হত না বলে জানিয়েছে পুলিশ ৷ মহিলার সঙ্গে কথা বলে তাঁর কাউন্সেলিংয়ের ব্যবস্থা করেছে স্থানীয় থানার পুলিশ ৷ তিনি কেন আত্মহত্যা করতে গিয়েছিলেন, তাও জানার চেষ্টা করছে পুলিশ ৷

আরও পড়ুন :থাইল্যান্ড নিবাসী বান্ধবীর ফ্ল্যাটের নীচ থেকে উদ্ধার চিকিৎসকের দেহ, তদন্তে প্রগতি ময়দান থানার পুলিশ

প্রসঙ্গত, আগে 100 ডায়াল করলে সরাসরি সেই ফোন চলে যেত লালবাজার ওসি কন্ট্রোলরুমে । সেখানে ফোন ধরতেন একজন সাব ইন্সপেক্টর, অথবা একজন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর বা কনস্টেবল পদমর্যাদার পুলিশকর্মী । ফোনের অপরপ্রান্ত থাকা ব্যক্তির অভিযোগ শুনে ফোন যেত লালবাজার কন্ট্রোল রুমে ৷ লালবাজার কন্ট্রোল রুম থেকে স্থানীয় থানায় ফোন আসার পর পুলিশকর্মীরা ঘটনাস্থলে যেতেন ৷ যা সময়সাপেক্ষ ছিল ৷

আরও পড়ুন:সোশাল মিডিয়ায় ভিডিয়ো কলিংয়ের ফাঁদে পড়ে আত্মঘাতী যুবক

নগরপাল বিনীত গোয়েল দায়িত্বগ্রহণের পর 100 ডায়ালে আমূল পরিবর্তন আনেন । বসানো হয় জিপিএস মোবাইল সিস্টেম । ফলে কলকাতার যে কোনও জায়গা থেকে সমস্যায় পড়া মানুষ 100 ডায়াল করলে সেটি সরাসরি স্থানীয় থানায় যায় ৷ সহজেই ঘটনাস্থলে পৌঁছে যেতে পারে পুলিশ ৷ এভাবেই ওই মহিলার বড় মেয়ের ফোনের জিপিএস ট্রাক করে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ প্রাণে বাঁচেন ওই মহিলা ৷

ABOUT THE AUTHOR

...view details