কলকাতা, 19 ফেব্রারুয়ারি : রাত হলেই ধোঁয়ায় ঢাকে শহর । যার নেপথ্যে শহরের আনাচে কানাচে গজিয়ে ওঠা হুক্কা বার । শহরের এই হুক্কা বারগুলির অধিকাংশই হয় বেআইনি । শুক্রবার সার্ভেপার্ক এলাকার এরকমই এক বেআইনি হুক্কা বারে অভিযান চালায় কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিকরা । গ্রেফতার করা হয়েছে হুক্কা বারের ম্যানেজার সহ 5 জনকে (Kolkata Police Raids Illegal Hookah Bar)।
পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই পুলিশের কাছে এই হুক্কা বার সম্পর্কিত একাধিক অভিযোগ ছিল (Illegal Hookah bar at Survey Park) । বিশেষত, কোভিড বিধির তোয়াক্কা না করে সারা রাত খোলা থাকত এই বার । বেআইনি কার্যকলাপ থেকে শুরু করে দুষ্কৃতী ও সমাজবিরোধীদের অবাধ যাতায়াত চলত এই বারে । সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাত 1.30 মিনিট নাগাদ ক্রেতা সেজে সার্ভে পার্ক এলাকার ওই হুক্কা অভিযান চালায় লালবাজারের গুন্ডা দমন শাখার আধিকারিকরা । তবে পরে তাঁরা নিজেদের পরিচয় দিয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন । সেইসঙ্গে হুক্কা বারের ম্যানেজার সহ 5 জন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ (5 arrested in Hookah Bar raids at survey park)।