কলকাতা, 13 ডিসেম্বর: আনন্দপুরের (Kolkata police probing anandapur arrest case) গুলশন কলোনি থাকে বাংলাদেশি সন্দেহে গ্রেফতার হওয়া 21 জনের মধ্যে অন্যতম মহম্মদ মাহফুজুর । লখনউ পুলিশের (Lucknow police) এটিএস বা অ্যান্টি-টেরর স্কোয়াডের গোয়েন্দারা মাহফুজুরকে ট্রানজিট রিমান্ডে নিয়ে লখনউ পাড়ি দেবে । গত রবিবার কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা এবং লখনউ পুলিশের এটিএস গোয়েন্দারা মিলে যৌথ অভিযান চালায় ৷ কলকাতা পুলিশের গোয়েন্দাদের অনুমান, এই ঘটনার সঙ্গে আনসারুল্লাহ বা জামাত-উল-মুজাহিদিন বা জেএমবি-র মতো বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের (Bangladesh terrorist organisation) যোগ থাকলেও থাকতে পারে ।
ইতিমধ্যেই মাহফুজুরের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তার মধ্যে অন্যতম হল অস্ত্র সরবরাহ । বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিনের সদস্যরা ভারত-সহ বেশ কিছু দেশে নিজেদের স্লিপার সেল মজবুত করতে সক্রিয় হয়ে উঠেছে বলে খবর ৷ ফলে ধৃত মাহফুজুরের সঙ্গে কোনও আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের যোগ থাকলেও থাকতে পারে বলে মনে করা হচ্ছে ।
আরও পড়ুন:Bansdroni murder case: বাঁশদ্রোণীতে পরকীয়া লুকোতে প্রেমিককে দিয়ে ভাসুরকে খুন করায় যুবতী