পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Cops Turn Good Samaritans: মানবিক পুলিশ ! আহত ভবঘুরেকে এসএসকেএম-এ ভর্তি করে প্রশংসা কুড়োল লালবাজার - মানবিক পুলিশ

আহত ভবঘুরেকে উদ্ধার করে এসএসকেএম-এ ভর্তি করে দিল হেয়ার স্ট্রিট থানার পুলিশ ৷ পুলিশের এই মানবিক দিক প্রশংসা কুড়িয়েছেন সাধারণ নাগরিকদের ৷

Cops Turn Good Samaritans
Cops Turn Good Samaritans

By

Published : May 30, 2023, 12:39 PM IST

কলকাতা, 30 মে: লাঠি, জলকামান, বন্দুক বাগিয়ে আইনশৃঙ্খলা রক্ষা - এটাই পুলিশের পরিচিত রূপ ৷ তবে তাদের আরও একটা দিক আছে ৷ কলকাতার রাজপথ আবারও সাক্ষী হয়ে থাকল পুলিশের সেই মানবিক রূপের ৷ অসুস্থ ও রক্তাক্ত ভবঘুরেকে রাস্তা থেকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিল হেয়ার স্ট্রিট থানার পুলিশ । তাদের এই তৎপরতা কুর্নিশ কুড়াল আম জনতার ৷

ঘটনাটি ঘটেছে গতকাল । লালবাজার সূত্রের খবর, সোমবার রাত আটটা নাগাদ হেয়ার স্ট্রিট থানার অন্তর্গত বিবাদীবাগ বাসস্ট্যান্ডের কাছে পথচলতি মানুষ দেখতে পান এক মহিলা যন্ত্রণায় কাতরাচ্ছেন । তাঁর চোট এতটাই গুরুতর ছিল যে, তিনি উঠে দাঁড়াতে পারছিলেন না । সেখান থেকে কিছুটা দূরেই কর্তব্যরত অবস্থায় ছিলেন হেয়ার স্ট্রিট থানার সাব-ইন্সপেক্টর সুজয় বন্দ্যোপাধ্যায় । বিষয়টি তাঁর নজরে আনেন মানুষজন ৷

সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান ওই পুলিশ আধিকারিক ৷ তিনি ওই মহিলাকে যন্ত্রণায় কাতরাতে দেখে ফোন করে বিস্তারিত জানান হেয়ার স্ট্রিট থানায় । এরপরেই হেয়ার স্ট্রিট থানা থেকে আসেন কলকাতা পুলিশের অন্যান্য পুলিশ আধিকারিকরা । নিয়ে আসা হয় কলকাতা পুলিশের অ্যাম্বুলেন্স । এরপরে ওই মহিলাকে সরাসরি নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে । তাঁকে ইমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি করা হয় বলে লালবাজার সূত্রের খবর ।

প্রাথমিক চিকিৎসার পর পুলিশকর্মীরা ওই মহিলার সঙ্গে কথা বলে জানতে পারেন যে, তিনি একজন ভবঘুরে ৷ বিবাদী বাগের ওই ফুটপাথই তাঁর বাসস্থান ৷ তিনি ভিক্ষা করে খান । লালবাজার সূত্রে জানা গিয়েছে, তাঁর চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছে কলকাতা পুলিশ । তবে তাঁর এই গুরুতর চোট কীভাবে লাগল, সে বিষয় খোঁজখবর নিচ্ছে তারা । ইতিমধ্যেই তাঁর ভিডিয়ো নেটপাড়ায় ভাইরাল হয়েছে ৷ সেখানে দেখা যাচ্ছে যে, পুলিশি তৎপরতায় ওই মহিলাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে ৷

পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ ওঠে বিস্তর ৷ তাদের তৎপরতা নিয়ে প্রশ্ন ওঠে ৷ কিন্তু কলকাতা পুলিশের এই মানবিক মুখ যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে সাধারণ নাগরিকদের ৷ লালবাজারের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই ।

আরও পড়ুন:থানার রেজিস্টারে থাকতে হবে সমন প্রাপকের নাম, নিয়ম মেনে করতে হবে জিডি; নির্দেশ নগরপালের

ABOUT THE AUTHOR

...view details