পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মেটিয়াবুরুজ বাজারে জমায়েতের ভিডিয়ো ভুয়ো, গ্রেপ্তার যুব মোর্চা নেতা

ওই ভিডিয়োটিতে দেখা যায়, কয়েক হাজার মানুষ ভিড় করে খাবার-দাবার কিনছে । হূহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সেই ভিডিয়ো । পরে কলকাতা পুলিশ জানায়, সেই ভিডিয়োটি ফেক ।

kolkata police one BJYM leader arrested for posting fake video on social media
মেটিয়াবুরুজের বাজারে জমায়েত , ফেক ভিডিয়ো পোস্ট, গ্রেপ্তার 1 BJYM নেতা

By

Published : Apr 27, 2020, 5:39 PM IST

কলকাতা, 27 এপ্রিল : বাজারে ভিড় । রয়েছেন অনেক মহিলাও । তাঁদের পরনে বোরখা । গতকাল এমনই একটি ভিডিয়ো ছড়ায় সোশাল মিডিয়ায় ৷ জায়গাটি মেটিয়াবুরুজ বাজার বলে ভিডিয়োটিতে দাবি করা হয় ৷ তদন্তে নামে কলকাতা পুলিশ ৷ জানা যায়, ভিডিয়োটি ভুয়ো ৷ আজ এই ঘটনায় গ্রেপ্তার করা হয় যুব মোর্চা আরুষ সাউকে ৷

ওই ভিডিয়োটিতে দেখা যায়, কয়েক হাজার মানুষ ভিড় করে খাবার-দাবার কিনছে । মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সেই ভিডিয়ো । পরে কলকাতা পুলিশ জানায়, সেই ভিডিয়োটি ফেক । পুলিশের প্রাথমিক অনুমান, গুজব ছড়ানোর জন্য ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ।

এই প্রসঙ্গে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা বলেন, " সম্ভবত ওই ভিডিয়োটি লকডাউন জারি হওয়ার আগের দিনের । কেউ অসৎ উদ্দেশ্য নিয়ে ওই ভিডিয়ো পোস্ট করেছে । বিষয়টি নিয়ে তদন্ত চলছে । "

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details