কলকাতা, 24 অগস্ট : ইংরেজিতে লিখতে জানলেও তা বলতে গিয়ে আটকে যেতে হয় অনেক বাঙালিকে ৷ উচ্চশিক্ষিত হয়েও বিদেশি ভাষায় কথা বলতে না পারার সমস্যা অনেকেরই আছে ৷ কলকাতা পুলিশের অফিসারদের মধ্যেও অনেকে এমন আছেন, যাঁরা ভালভাবে ইংরেজিতে কথা বলতে পারেন না ৷ এ বার সেই সমস্যা দূর করতে উদ্যোগী হল লালবাজার ৷ কলকাতা পুলিশের অফিসারদের ইংরেজিতে কথা বলা শেখাতে ব্রিটিশ কাউন্সিলের (British Council) সঙ্গে গাঁটছড়া বাঁধল কলকাতা পুলিশ (Kolkata Police)।
জানা গিয়েছে, কলকাতা পুলিশের প্রত্যেক সাব-ইন্সপেক্টর যাতে ইংরেজিতে আরও ভালভাবে কথা বলতে পারেন, সে জন্য ব্রিটিশ কাউন্সিলে তাঁরা প্রশিক্ষণ নেবেন । এই বিষয়ে কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্র বলেছেন, এটি কোনও স্পোকেন ইংলিশ কোর্স নয় । বিভিন্ন রকমের তদন্ত করতে গিয়ে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা উপলব্ধি করেছেন যে, ইংরেজি ভাষায় আরও দক্ষতা বাড়াতে হবে কলকাতা পুলিশকে ।