কলকাতা, 29 অক্টোবর: ডেঙ্গিতে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন পুলিশ আধিকারিক ৷ কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার এএসআই আধিকারিক উৎপল নস্করের মৃত্যু হয়েছে শনিবার ভোরে ৷ তিনি বাঁশদ্রোণীর বাসিন্দা ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 50 বছর ৷ পরিবারের অভিযোগ, প্রথমে এক চিকিৎসকের পরামর্শ নিয়েছিলেন উৎপলবাবু । ওই চিকিৎসকের গাফিলতিই মৃত্যুর জন্য দায়ী (Kolkata Police Office died in dengue) ৷
গত রবিবার রাতে জ্বর এসেছিল। পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়ির কাছাকাছি এক চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন পুলিশ আধিকারিক । সোমবার তিনি রক্ত পরীক্ষা করেন ৷ তাতে তাঁর প্লেটলেটের (Platelets) সংখ্যা ছিল সাড়ে চার লাখ । বুধবার একধাক্কায় তা কমে দাঁড়ায় সাড়ে তিন লাখে ৷