কলকাতা, 22 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয় ইস্যুতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নোটিশ দিল কলকাতা পুলিশ ৷ ছাত্র-মৃত্যুর প্রতিবাদে গত বৃহস্পতিবার যাদবপুরে বিজেপি যুব মোর্চার একটি সভায় যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ৷ সেখানে তাঁর প্রাণনাশের চেষ্টা ও কালোপতাকা দেখানোর অভিযোগে যাদবপুর জিআরপিতে একটি অভিযোগ দায়ের করেছিলেন শুভেন্দু ৷ সেই মামলাটি কলকাতা পুলিশের কাছে স্থানান্তরিত করছে জিআরপি ৷ সেই মামলার তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করতে শুভেন্দুকে এই নোটিশ বলে লালবাজার সূত্রে খবর ৷
জানা গিয়েছে, আজ কলকাতা পুলিশের তরফে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করতে বলা হয়েছে ৷ গত 17 অগস্ট বিকেলে শুভেন্দুর উপর একদল ছাত্রের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ ওঠে ৷ তাঁকে কালো পতাকা দেখানো হয় ৷ সেই সময় ঘটনাস্থলে উপস্থিত পুলিশের সঙ্গে শুভেন্দুর বাকযুদ্ধ শুরু হয় ৷ পরিস্থিতি সামাল দিতে এবং শুভেন্দুকে সেখান থেকে বের করতে, তাঁর কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষীরা রাস্তায় নামেন ৷ হামলাকারীদের সঙ্গে তাঁদের হাতাহাতি পর্যন্ত হয় ৷ কোনও মতে, শুভেন্দুকে সেখান থেকে বের করে নিয়ে যাওয়া হয় ৷
আরও পড়ুন:যাদবপুরের হস্টেলে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের, ডামি পুতুল নিয়ে গিয়ে তদন্ত