কলকাতা, 6 ফেব্রুয়ারি: শুধু রাজপথ নয়, এবার থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির চারপাশের সুরক্ষার দায়িত্বে থাকবেন কলকাতা পুলিশের প্রমিলা বাহিনী তথা উইনার্স টিম (Kolkata Police Lady Winners Team)৷ লালবাজার সূত্রের খবর, নবান্ন থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ৷ খুব তাড়াতাড়ি কালীঘাটে মুখ্যমন্ত্রী বাড়ির চারপাশে দেখা যাবে উইনার্স বাহিনীকে । এই বিষয়ে কলকাতা পুলিশের কোনও উচ্চপদস্থ আধিকারিক মন্তব্য করতে না চাইলেও নিজের উইনার্স বাহিনীর দায়িত্ব থাকা এক আধিকারিক জানান, প্রথম থেকেই উইনার্স টিমের 12 জন কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তার দায়িত্বে ছিল । এবার সেই নিরাপত্তা ব্যবস্থাকে পাকাপাকি করার জন্য ওই 12 জনের সঙ্গে আরও কয়েকজনকে সংযুক্ত করা হবে ।
উইনার্স বাহিনীর দায়িত্ব:
এই মহিলা উইনার্স বাহিনীর (The Winners of Kolkata Police) দায়িত্ব হবে মুখ্যমন্ত্রীর বাড়ির চারপাশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করা । তাছাড়াও মুখ্যমন্ত্রীর বাড়ির কালীঘাট সংলগ্ন এলাকায় স্কুটি চালিয়ে টহল দিতেও দেখা যাবে তাদের ৷ সম্প্রতি মুখ্যমন্ত্রীর বাসভবনে লোহার রড নিয়ে ঢুকে যাওয়া এক ব্যক্তির সন্ধান পাওয়ার পর থেকে এমনিতেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থার অনেকটাই কড়াকড়ি করা হয়েছে । তবে এবার বাড়ির চারপাশের এলাকায় উইনার্স টিমের সদস্যরা ওলিতে গলিতে স্কুটি চালিয়ে টহল দিলে সেই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে বলে, লালবাজার সূত্রের খবর ।