কলকাতা, 7 নভেম্বর : 'প্রণাম'-র মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি ছিলই । ছিল কলকাতায় বসবাসকারী প্রবীনদের নিয়মিত হাল-হকিকত জানার চেষ্টা । এবার কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে শহরের প্রবীনদের সাহায্যের জন্য আরও কিছুটা এগিয়ে এল কলকাতা পুলিশ । সঙ্গে এগিয়ে এসেছে হেল্প এজ ইন্ডিয়া ফাউন্ডেশন । পাওয়া যাবে সুনিশ্চিত বিচার । করতে হবে শুধু একটি আবেদন । ফাউন্ডেশন এবং কমিউনিটি পুলিশিংয়ের যৌথ উদ্যোগে হবে বাকি কাজটা । আজ এমন প্রকল্পেরই সূচনা হল ।
29 জুলাই । রাত 10-11 টার মধ্যে খুন হন বৃদ্ধ দম্পতি ৷ দিলীপ মুখোপাধ্যায় এবং তাঁর স্ত্রী স্বপ্না মুখোপাধ্যায় । টাকা পয়সা লুটের জন্য এই খুন বলে প্রাথমিক অনুমান ছিল পুলিশের ৷ অনেকের সন্দেহ ছিল, প্রোমোটিংয়ের জন্য বাড়ি না দেওয়ার জেরেই এই খুন । সন্দেহ গতি পায় মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর । ইঙ্গিতপূর্ণভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কারও সম্পত্তি জোর করে দখল করে নেওয়া যাবে না । যদি কেউ মনে করে থাকে, একাকী বৃদ্ধ দম্পতি খুন করে তাঁদের সম্পত্তি দখল করে রেহাই পেয়ে যাবে তাহলে তারা ভুল করছে ।" পরে দেখা যায় টাকা পয়সা লুটের উদ্দেশ্যেই এই খুন । শুধু তাই নয়, বৃদ্ধার ওপর চালানো হয় পাশবিক অত্যাচার । মারধরে বৃদ্ধা অজ্ঞান হয়ে গেলে তাঁকে ধর্ষণ করে আততায়ী । তারপর তাঁর গোপনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হয় রং করার রোলার ! আর একটি রোলার ঢোকানো হয় মুখে । পরে বিহার থেকে গ্রেপ্তার করা হয় খুন এবং ধর্ষণে অভিযুক্তকে । কলকাতা পুলিশ আদালতে যে চার্জশিট জমা দিয়েছে তাতে উল্লেখ করা হয়েছে ধর্ষনের কথা ।