পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রমজানে বেড়েছে চাহিদা, মেছুয়া ফলপট্টিতে সামাজিক দূরত্ব নিশ্চিত পুলিশের - রমজানে বেড়েছে ফলের চাহিদা, মেছুয়া ফলপট্টির সামাজিক গুরুত্ব নিশ্চিত করল পুলিশ

পাইকারি বাজারের ফলের দোকানগুলোর সামনে লাগিয়ে দেওয়া হয়েছে গার্ডরেল । তার মাঝে ছোটো ছোটো ফাঁক রাখা হয়েছে । পুলিশ দিনভর বাজারে রাখছে কড়া নজর ।

kolkata police is trying to ensure social distancing at barabazar mechua fruit market in ramadan
রমজানে বেড়েছে ফলের চাহিদা, মেছুয়া ফলপট্টির সামাজিক গুরুত্ব নিশ্চিত করল পুলিশ

By

Published : Apr 27, 2020, 4:15 PM IST

কলকাতা, 27 এপ্রিল : রমজান মাসে বরাবরই ফলের চাহিদা থাকে কলকাতায় । এবারও তার ব্যতিক্রম নেই । ফলে ব্যস্ততা বেড়েছে মেছুয়া ফলপট্টির । কলকাতার সব থেকে বড় পাইকারি ফলের বাজারে সামাজিক দূরত্ব নিশ্চিত করল পুলিশ । কলকাতা পুলিশের পক্ষ থেকে এই ফলের বাজারে রাখা হচ্ছে কড়া নজর ।

বড়বাজারে ইতিমধ্যেই বেশ কয়েকজনের কোরোনা সংক্রমণ হয়েছে । তাই বড়বাজার লাগোয়া মেছুয়া ফলপট্টিতে চলছে জোরদার সতর্কতা । কিন্তু সেখানে সামাজিক দূরত্ব ঠিকমতো মানা হচ্ছে না ৷ এমনই অভিযোগ এসেছিল কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনে । অভিযোগ ওঠে, লরি আসার পর ফল নামানোর সময় গা ঘেঁষে কাজ করছেন শ্রমিকরা । আবার খুচরো বিক্রেতারা ফল কিনতে গিয়েও মানছেন না সামাজিক দুরত্ব ৷ এরপরেই সক্রিয় হল পুলিশ । পাইকারি বাজারের ফলের দোকানগুলোর সামনে লাগিয়ে দেওয়া হয়েছে গার্ডরেল । তার মাঝে ছোটো ছোটো ফাঁক রাখা হয়েছে । যেখান থেকে একজন দাঁড়িয়েই ফল নিতে পারবেন । পুলিশ দিনভর বাজারে রাখছে কড়া নজর । পুলিশের সশস্ত্র বাহিনীর সদস্যরা চালাচ্ছেন টহলদারি ।

কলকাতার পুলিশ কমিশনার ইতিমধ্যেই সবক'টি ডিভিশনের নির্দেশ দিয়েছেন ৷ রমজান মাসে ইফতারের জন্য জিনিসপত্র যেন সুষ্ঠুভাবে মানুষ কিনতে পারেন তার ব্যবস্থা করা হচ্ছে । সংখ্যালঘু অধ্যুষিত এলাকায়গুলিতে বিশেষভাবে নজরদারি চালাতে হবে ৷ ইফতারের বাজারে যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে । সেইমতো সবক'টি ডিভিশনে কাজ চলছে বলে লালবাজার সূত্রে খবর ।

ABOUT THE AUTHOR

...view details