কলকাতা, 29 ডিসেম্বর: বর্ষবরণের রাতে (New Year Eve) যাতে শহর কলকাতায় (Kolkata) কোনওরকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য প্রস্তুত রয়েছে লালবাজার (Lal Bazar) ৷ পাশাপাশি, 1 জানুয়ারি সকাল থেকেও পার্ক স্ট্রিট, আলিপুর চিড়িয়াখানা, কালীঘাট মন্দির-সহ সমস্ত দর্শনীয় স্থানগুলিতে প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন থাকবে ৷ কারণ, এই জায়গাগুলিতে ওই দিন প্রচুর মানুষ ভিড় জমান ৷ তাই আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে বদ্ধপরিকর কলকাতা পুলিশ (Kolkata Police) ৷
কালীঘাট মন্দির এবং আলিপুর চিড়িয়াখানা চত্বরে থাকবেন কলকাতা পুলিশের স্পেশাল অ্যাকশন ফোর্সের সদস্যরা ৷ পাশাপাশি, শহরের বিভিন্ন জায়গায় মোতায়েন থাকবেন কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের আধিকারিকরাও ৷ কোনও জায়গায় কোনও রকমের অপ্রীতিকর ঘটনা ঘটলেই তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেবেন ৷ এছাড়াও, শহরের বিভিন্ন দর্শনীয় স্থান এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে আগে থেকেই সাদা পোশাকের পুলিশ নজরদারি চালাবে ৷ মোতায়েন থাকবেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারাও ৷
আরও পড়ুন:ট্রাফিক আইন ভঙ্গকারীদের তথ্য পুলিশকর্তাদের মোবাইলে পাঠাবে ইনফ্রারেড বুলেট ক্যামেরা
লালবাজার সূত্রে খবর, 31 ডিসেম্বর পার্ক স্ট্রিট চত্বরে চারজন ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক থাকবেন ৷ তাঁদের নেতৃত্বে মোট 2000 পুলিশকর্মী সেখানে মোতায়েন থাকবেন ৷ কারণ, বর্ষবরণের রাতে পার্ক স্ট্রিট চত্বরে প্রচুর মানুষের ভিড় হয় ৷ সেই বিপুল জনতার উপর নজর রাখতে পার্ক স্ট্রিটে মোট 11টি ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে ৷ এছাড়াও, পার্ক স্ট্রিট এলাকার একাধিক উঁচু বহুতলের ছাদেও মোতায়েন থাকবেন কলকাতা পুলিশের কর্মীরা ৷ লালবাজার সূত্রে খবর, ভিড় মাত্রা ছাড়ালে প্রয়োজনে ড্রোন ক্য়ামেরার সাহায্য নেওয়া হতে পারে ৷
1 জানুয়ারিও সকাল থেকেই রাস্তায় মানুষের ঢল নামবে বলে মনে করা হচ্ছে ৷ রাস্তায় বেরিয়ে তাঁরা যাতে কোনওরকম ভোগান্তির শিকার না হন, তার জন্যও সতর্ক থাকবে কলকাতা পুলিশ ৷ শহরের রাস্তা যানজটমুক্ত রাখতে উপস্থিত থাকবে অতিরিক্ত ট্রাফিক পুলিশ ৷ কলকাতার মূল শহর এবং লাগোয়া দুই জেলা, অর্থাৎ হাওড়া ও দুই 24 পরগনা সংলগ্ন এলাকায় মোতায়েন থাকবেন অতিরিক্ত সংখ্যক ট্রাফিক সার্জেন্ট ৷
প্রসঙ্গত, করোনার দাপাদাপির সময়টুকু বাদ দিলে ইদানীংকালে ক্রিসমাস থেকে নিউ ইয়ার পর্যন্ত কলকাতার মানুষ থাকে ফেস্টিভ মুডে ৷ আবার, এই উৎসবের এই আবহেই ঘটে যায় নানা অনভিপ্রেত ঘটনা ৷ ভিড়ে মহিলাদের শ্লীলতাহানি থেকে শুরু করে রাস্তায় মদ্যপ চালকদের তাণ্ডবের খবর মাঝেমধ্যেই সামনে আসে ৷ সেসবের জেরে উৎসবের আমেজ যাতে নষ্ট না হয়, এবং আমজনতা যাতে নিরাপদে নতুন বছর শুরু করতে পারে, তার জন্য তারা সতর্ক রয়েছে বলেই জানিয়েছে কলকাতা পুলিশ ৷