কলকাতা, 24 জুন: ভুয়ো আইএএস অফিসারের দৈনন্দিন কাজকর্মের বিষয়ে তদন্ত শুরু করেছে লালবাজারের কর্তারা । বৃহস্পতিবার ধৃত দেবাঞ্জন দেবকে সঙ্গে নিয়ে তাঁর কসবার অফিসে আসেন কলকাতা পুলিশের গোয়েন্দারা । পাশাপাশি ফরেন্সিক আধিকারিকরাও ঘটনাস্থলে আসেন নমুনা সংগ্রহ করতে । জানা গিয়েছে, একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের তিনতলায় কলকাতা পুরসভার স্টিকার লাগিয়ে রীতিমতো অফিস খুলে বসেছিল দেবাঞ্জন দেব । কিন্তু বেশ কিছু ঘরের দরজার তালা খোলা যায়নি । কারণ ঘরগুলির তালার চাবি উদ্ধার করা সম্ভব হয়নি ।
এদিন দেবাঞ্জনকে তিনতলার ঘরে নিয়ে গিয়ে তাঁর অফিসে তল্লাশি চালায় গোয়েন্দারা । সেখানে বেশকিছু সরকারি নথিপত্র ও ভ্যাকসিনের ফাঁকা শিশি ছিল । তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ফরেন্সিক দলের আধিকারিকরা । এদিন ওই অফিসে গিয়ে প্রত্যেকটি ঘর দেবাঞ্জনকে সঙ্গে নিয়ে ঘুরে দেখেন গোয়েন্দারা ।