কলকাতা, 11 ডিসেম্বর : কলকাতা পৌরসভা নির্বাচনের আগে সমাজবিরোধীদের ধরতে তৎপর কলকাতা পুলিশ (kolkata police in search of fugitive criminals before KMC election) ৷ কলকাতার বিভিন্ন এলাকার দুষ্কৃতীদের সম্বন্ধে কী তথ্য রয়েছে এই সংক্রান্ত রিপোর্ট লালবাজারে জমা দিতে বলা হয়েছে প্রতিটি থানাকে ৷ কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্র এই নির্দেশ দিয়েছেন ৷ জানা গিয়েছে, প্রত্যেক থানা এবং ডিভিশন থেকে সেই রিপোর্ট ইতিমধ্যেই লালবাজারে এসে পৌঁছেছে।
সূত্রের খবর, এই রিপোর্ট অনুযায়ী দুষ্কৃতীদের মধ্যে অনেকেই বর্তমানে হয় ঘরছাড়া অথবা পলাতক৷ তারা এখন কোথায় আছে সেটাও জানেন না তদন্তকারীরা। এক্ষেত্রে আরও চিন্তাটা বেশি হয়ে দাঁড়িয়েছে লালবাজার-এর কাছে। কারণ পুলিশের আশঙ্কা যে সকল দুষ্কৃতী ঘরছাড়া বা পলাতক ভোটের সময় তারাই এলাকায় ঢুকে অশান্তি পাকাতে পারে৷ তাই আগামী 19 ডিসেম্বর কলকাতায় পৌরভোটের আগে শহরের নিরাপত্তা ঢেলে সাজাতে চাইছে লালবাজার৷ কলকাতা পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই বারুইপুর, ডায়মন্ড হারবার, হাওড়া, ব্যারাকপুর ও বিধাননগর সিটি পুলিশের সঙ্গে সংযুক্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করেছেন লালবাজারের কর্তারা। নগরপাল সৌমেন মিত্র কলকাতা পুলিশের প্রতিটি থানার অফিসার ইনচার্জ এবং ডেপুটি পুলিশ কমিশনারদের নির্দেশ দিয়েছেন এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে। এলাকায় টহল দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি থানার ইনচার্জদের ৷