পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

KMC Election 2021: কলকাতা পৌরভোটের আগে লালবাজারের চিন্তা বাড়াচ্ছে পলাতক দুষ্কৃতীরা - kolkata police in search of fugitive criminals before KMC election

কলকাতা পৌরসভার ভোটের আগে দুষ্কৃতীদের খোঁজে কলকাতা পুলিশ (kolkata police in search of fugitive criminals before KMC election), লক্ষ্য শান্তিপূর্ণ নির্বাচন ৷

KMC Election
কলকাতা পৌরভোটের আগে লালবাজারের চিন্তা বাড়াচ্ছে পলাতক দুষ্কৃতীরা

By

Published : Dec 11, 2021, 4:54 PM IST

কলকাতা, 11 ডিসেম্বর : কলকাতা পৌরসভা নির্বাচনের আগে সমাজবিরোধীদের ধরতে তৎপর কলকাতা পুলিশ (kolkata police in search of fugitive criminals before KMC election) ৷ কলকাতার বিভিন্ন এলাকার দুষ্কৃতীদের সম্বন্ধে কী তথ্য রয়েছে এই সংক্রান্ত রিপোর্ট লালবাজারে জমা দিতে বলা হয়েছে প্রতিটি থানাকে ৷ কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্র এই নির্দেশ দিয়েছেন ৷ জানা গিয়েছে, প্রত্যেক থানা এবং ডিভিশন থেকে সেই রিপোর্ট ইতিমধ্যেই লালবাজারে এসে পৌঁছেছে।

সূত্রের খবর, এই রিপোর্ট অনুযায়ী দুষ্কৃতীদের মধ্যে অনেকেই বর্তমানে হয় ঘরছাড়া অথবা পলাতক৷ তারা এখন কোথায় আছে সেটাও জানেন না তদন্তকারীরা। এক্ষেত্রে আরও চিন্তাটা বেশি হয়ে দাঁড়িয়েছে লালবাজার-এর কাছে। কারণ পুলিশের আশঙ্কা যে সকল দুষ্কৃতী ঘরছাড়া বা পলাতক ভোটের সময় তারাই এলাকায় ঢুকে অশান্তি পাকাতে পারে৷ তাই আগামী 19 ডিসেম্বর কলকাতায় পৌরভোটের আগে শহরের নিরাপত্তা ঢেলে সাজাতে চাইছে লালবাজার৷ কলকাতা পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই বারুইপুর, ডায়মন্ড হারবার, হাওড়া, ব্যারাকপুর ও বিধাননগর সিটি পুলিশের সঙ্গে সংযুক্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করেছেন লালবাজারের কর্তারা। নগরপাল সৌমেন মিত্র কলকাতা পুলিশের প্রতিটি থানার অফিসার ইনচার্জ এবং ডেপুটি পুলিশ কমিশনারদের নির্দেশ দিয়েছেন এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে। এলাকায় টহল দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি থানার ইনচার্জদের ৷

আরও পড়ুন : রাজ্যে পৌরভোটে ভিভিপ্যাট নয়, কলকাতা হাইকোর্টে হলফনামায় জানাবে নির্বাচন কমিশন

পাশাপাশি,কলকাতার সংযুক্ত এলাকাগুলি থেকে যেসব গাড়ি কলকাতায় ঢুকেছে ,বানতলা এবং ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস এর মতো গুরুত্বপূর্ণ রাস্তাগুলি দিয়ে যেসব গাড়ি যাতায়াত করছে সেগুলির উপরও নজর রাখতে বলা হয়েছে ট্রাফিক পুলিশকে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details