পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নগরপালের নির্দেশ, লকডাউন নিয়ে ফের কড়া কলকাতা পুলিশ - 1753 corona infected in kolkata

এপর্যন্ত কলকাতায় কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 134 জনের। মোট আক্রান্তের সংখ্য়া 1753 । অথচ শহরের একাধিক জায়গায় এখনও পর্যন্ত লকডাউনের নিয়ম-কানুন বা সামাজিক দূরত্ব মানা হচ্ছে না ।

ছবি
ছবি

By

Published : May 27, 2020, 4:07 PM IST

কলকাতা, 27 মে : যথাযথভাবে মানা হচ্ছে না লকডাউন। শহরের একাধিক জায়গায় শিকেয় উঠেছে সামাজিক দূরত্ব। অথচ কলকাতায় এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা 1753 জন। গতকাল নতুন করে আক্রান্ত হয়েছেন 58 জন। শুধুমাত্র কলকাতাতেই কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 134 জনের। এই পরিস্থিতিতে ফের কড়াভাবে লকডাউন পালনের নির্দেশ দিলেন নগরপাল। তারপরই নড়েচড়ে বসল কলকাতার সবকটি ডিভিশন। আজ সকাল থেকেই লকডাউন নিয়ে কড়া ভূমিকা নিচ্ছে কলকাতা পুলিশ।

গতকাল সন্ধ্যায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন অনুজ শর্মা । সূত্রে খবর, সেই বৈঠকে কলকাতার কোন কোন এলাকা এখনও পর্যন্ত অবরুদ্ধ সে বিষয়ে বিশদ রিপোর্ট দেন নগরপাল। জানিয়ে দেন, কলকাতার মূল রাস্তাগুলি এখন গাড়ি চলাচলের জন্য উপযুক্ত হয়ে গেছে। যে সিগন্যাল পোস্টগুলি ভেঙে গেছে সেগুলি মেরামতির কাজ শুরু হয়েছে। কিছু গলির ভিতরে গাছ এখনও পর্যন্ত রয়ে গেছে। সেগুলি সরানোর কাজ চলছে। লেক থানা এলাকার মহারাজা ঠাকুর রোড, ব্রড স্ট্রিট সহ বেশ কিছু এলাকায় আজ সকাল থেকেই সেই কাজ শুরু হয়েছে। সেই বৈঠকেই মুখ্যমন্ত্রী কলকাতার কোরোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন । শহরের বেশ কিছু জায়গায় লকডাউন না মানার বিষয়টিও আলোচনায় উঠে আসে । সেখানে ঠিক হয়, লকডাউন নিয়ে আরও কড়া হতে হবে পুলিশকে। তারপর গতরাতেই সবক'টি ডিভিশন এবং থানাকে সক্রিয় হওয়ার নির্দেশ দেন নগরপাল।

কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা 1753

আজ সকাল থেকেই বাজারগুলিতে সামাজিক গুরুত্ব নিশ্চিত করতে আরও তৎপর হয় পুলিশ। পথ-ঘাটে চলে কড়া চেকিং । পাশাপাশি রাস্তায় নাকা চেকিংও বাড়ানো হয়েছে। কনটেইনমেন্ট জ়োনগুলিকে আরও জোরদার করা হয়েছে পুলিশি নিরাপত্তা। বাসগুলিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে তৎপরতা বাড়িয়েছে ট্র্যাফিক পুলিশ।

ABOUT THE AUTHOR

...view details