পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোথাও শাস্তি, কোথাও মাস্ক বিতরণ; সুরক্ষায় দ্বৈত ভূমিকায় পুলিশ

আজ দুপুর 12 টা পর্যন্ত অপ্রয়োজনে রাস্তায় বেরোনোর জন্য কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে 176 জনকে । সিজ় করা হয়েছে 35টি গাড়ি । পাশাপাশি মাস্ক না পরে রাস্তায় বেরোনোর জন্য বাড়ি পাঠানো হয়েছে বেশ কিছু মানুষকে ।

শহরের সুরক্ষায় দ্বৈত ভূমিকায় পুলিশ
শহরের সুরক্ষায় দ্বৈত ভূমিকায় পুলিশ

By

Published : Apr 18, 2020, 6:00 PM IST

কলকাতা, 18 এপ্রিল: মাস্ক ব্যবহার বাধ্যতামূলক ঘোষণা করে গত রবিবার নির্দেশিকা জারি করেছে নবান্ন । একান্তই মাস্ক না পাওয়া গেলে গামছা, রুমাল জাতীয় জিনিসও ব্যবহার করা যাবে । অর্থাৎ কিছু একটা দিয়ে ঢাকতে হবে নাক-মুখ । কিন্তু অনেকেই সেই নির্দেশিকা মানছেন না । লালবাজার সূত্রের খবর, নিয়ম না মানায় কয়েকশো মানুষকে শাস্তি দেওয়া হয়েছে । অন্যদিকে আবার সেই পুলিশই শহরের বিভিন্ন জায়গায় বিতরণ করছে মাস্ক । শহরকে মারণ ভাইরাস থেকে মুক্ত রাখতে এমনই দ্বৈত ভূমিকায় দেখা যাচ্ছে কলকাতা পুলিশকে ।

শহর জুড়ে চলছে নাকা চেকিং । চেক করা হচ্ছে সমস্ত গাড়ি এবং বাইক আরোহীদের । কতটা প্রয়োজনে তাঁরা রাস্তায় বেরিয়েছেন তা দেখা হচ্ছে । আজ দুপুর 12 টা পর্যন্ত অপ্রয়োজনে রাস্তায় বেরোনোর জন্য কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে 176 জনকে । সিজ় করা হয়েছে 35টি গাড়ি । পাশাপাশি মাস্ক না পরে রাস্তায় বেরোনোর জন্য বাড়ি পাঠানো হয়েছে বেশ কিছু মানুষকে । আবার রাজ্য পুলিশের অনেকে কান ধরে ওঠবোস সহ নানা ধরনের শাস্তি দিচ্ছে । কড়া মনোভাবের পাশাপাশি পুলিশকে গান্ধীগিরিও করতে দেখা যাচ্ছে কলকাতায় । অপ্রয়োজনে রাস্তায় বের হওয়া মানুষজনের হাতে তুলে দেওয়া হচ্ছে গোলাপ ফুল ।

আবার ভিন্ন চিত্রও দেখা গিয়েছে । মাস্ক বিতরণ করতে দেখা গিয়েছে কলকাতা পুলিশকে । বন্দর এলাকায় পরিদর্শনে গিয়ে মানুষজনের হাতে মাস্ক তুলে দেন কলকাতা পুলিশ কমিশনার । বেলেঘাটা ফুলবাগান এলাকাতেও একই কাজ করতে দেখা যায় ইস্ট সুবারবার্নের ডেপুটি কমিশনার অজয় প্রসাদকে । সেন্ট্রাল ডিভিশনেও আজ একই চিত্র দেখা যায় । অর্থাৎ, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথামতো “নরমে-গরমে"ই মানুষের সুরক্ষার বিষয়টি নজরে রাখছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details