পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Violation of Traffic Rules: কলকাতায় বছরের প্রথমদিন ট্রাফিক আইন ভাঙায় 250 নাগরিককে জরিমানা পুলিশের - লালবাজার

বছর প্রথমদিনই ট্রাফিক আইন ভাঙার (Violation of Traffic Rules) অভিযোগে 250 জন নাগরিককে জরিমানা করেছে কলকাতা পুলিশ (Kolkata Police) ৷ অনলাইনেও অভিযোগ জমা পড়েছে হাজারের বেশি ৷

Kolkata Police
কলকাতা পুলিশ

By

Published : Jan 2, 2023, 6:21 PM IST

Updated : Jan 2, 2023, 6:38 PM IST

কলকাতা, 2 জানুয়ারি: বর্ষবরণের (New Year Celebration) সময় প্রতিবারই বেপরোয়া যান চলাচল ও ট্রাফিক আইন ভাঙার বিষয় বহু অভিযোগ ওঠে ৷ প্রতিবছর এই সময়ে পুলিশি তৎপরতা বেশি থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা আটকানো যায় না ৷ এমনটা বহুবার দেখা গিয়েছে ৷ এবারও সেই পরিস্থিতির কোনও ব্যতিক্রম হয়নি ৷ এই বছরও ট্রাফিক আইন ভাঙার (Violation of Traffic Rules) একাধিক অভিযোগ সামনে এসেছে ৷

2023-এর প্রথম দিন থেকে 2 জানুয়ারি পর্যন্ত কলকাতা পুলিশের (Kolkata Police) আওতাধীন এলাকা থেকে মদ্যপান করে গাড়ি চালানো এবং বিনা হেলমেটের বাইক চালানোর প্রায় আড়াইশোর বেশি অভিযোগ দায়ের হয়েছে । লালবাজার সূত্রে তেমনই জানা গিয়েছে ৷

ওই সূত্র জানিয়েছে, 1 জানুয়ার রাত 12টা থেকে 2 জানুয়ারি ভোর 6টা পর্যন্ত মদ্যপান করে গাড়ি চালানোর অভিযোগে 101 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে লালবাজার (Lalbazar) । পাশাপাশি বিনা হেলমেটে বাইক চালানোর অভিযোগে 119 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ । এছাড়াও শহরজুড়ে তল্লাশি চালিয়ে মোট 6 লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করা হয় ।

এছাড়াও লালবাজার সূত্রের খবর, বিনা হেলমেটে গাড়ি চালানোর পাশাপাশি শহরের রাস্তায় বেপারোয়া ভাবে গাড়ি চালিয়েছেন অনেকে ৷ এই নিয়ে বহু অভিযোগ জমা পড়েছে ৷ মোট 105টি অভিযোগ জমা পড়েছে ৷ এছাড়াও সরকারি কর্মীকে কাজে বাধা, পুলিশের সঙ্গে অভব্য আচরণ, পুলিশকে গালিগালাজ-সহ একাধিক অভিযোগে মোট 208 জনকে গ্রেফতার করেছে লালবাজার ।

ওই সূত্র থেকে আরও জানা গিয়েছে, যে পরিসংখ্যান শুধু যাঁদের হাতেনাতে ধরা হয়েছে, তাঁদের নিয়ে তৈরি হয়েছে ৷ এছাড়া অনলাইনে ট্রাফিক আইন ভাঙার বহু অভিযোগ জমা পড়েছে ৷ সেই সংখ্যাটা হাজারেরও বেশি বলে জানা গিয়েছে ৷

অন্যদিকে বড়দিনের পর থেকেই শহর কলকাতাকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয় পুলিশের তরফে । শুধুমাত্র 1 জানুয়ারি পার্ক স্ট্রিট, আলিপুর চিড়িয়াখানা-সহ একাধিক জায়গায় প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন ছিল । এছাড়াও দক্ষিণ কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় উচ্চপদস্থ আধিকারিকরাও মোতায়েন ছিলেন । ফলে ট্রাফিক আইন লঙ্ঘনের বিষয়গুলি দ্রুত নজরে পড়েছে ৷ আর সেই নিয়ে ব্যবস্থাও সত্ত্বর গ্রহণ করতে পেরেছে পুলিশ ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, পথ দুর্ঘটনা রুখতে ও সাধারণ মানুষকে ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সচেতন করতে রাজ্য সরকার সেফ ড্রাইভ, সেভ লাইফ শুরু করেছিল ৷ এই প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্বপ্নের প্রকল্পগুলির মধ্যে অন্যতম ৷ বেশ কয়েক বছর আগে এই প্রকল্প চালু হয়েছে ৷ তার পরও যে মানুষের হুঁশ ফেরেনি, তা এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট বলে মনে করছে প্রশাসনিক মহল ৷

আরও পড়ুন:নিউটাউনে পথ দুর্ঘটনার বলি এক পড়ুয়া, প্রতিবাদে পথ অবরোধ আলিয়ার ছাত্রদের

Last Updated : Jan 2, 2023, 6:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details