কলকাতা, 2 জানুয়ারি: বর্ষবরণের (New Year Celebration) সময় প্রতিবারই বেপরোয়া যান চলাচল ও ট্রাফিক আইন ভাঙার বিষয় বহু অভিযোগ ওঠে ৷ প্রতিবছর এই সময়ে পুলিশি তৎপরতা বেশি থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা আটকানো যায় না ৷ এমনটা বহুবার দেখা গিয়েছে ৷ এবারও সেই পরিস্থিতির কোনও ব্যতিক্রম হয়নি ৷ এই বছরও ট্রাফিক আইন ভাঙার (Violation of Traffic Rules) একাধিক অভিযোগ সামনে এসেছে ৷
2023-এর প্রথম দিন থেকে 2 জানুয়ারি পর্যন্ত কলকাতা পুলিশের (Kolkata Police) আওতাধীন এলাকা থেকে মদ্যপান করে গাড়ি চালানো এবং বিনা হেলমেটের বাইক চালানোর প্রায় আড়াইশোর বেশি অভিযোগ দায়ের হয়েছে । লালবাজার সূত্রে তেমনই জানা গিয়েছে ৷
ওই সূত্র জানিয়েছে, 1 জানুয়ার রাত 12টা থেকে 2 জানুয়ারি ভোর 6টা পর্যন্ত মদ্যপান করে গাড়ি চালানোর অভিযোগে 101 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে লালবাজার (Lalbazar) । পাশাপাশি বিনা হেলমেটে বাইক চালানোর অভিযোগে 119 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ । এছাড়াও শহরজুড়ে তল্লাশি চালিয়ে মোট 6 লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করা হয় ।
এছাড়াও লালবাজার সূত্রের খবর, বিনা হেলমেটে গাড়ি চালানোর পাশাপাশি শহরের রাস্তায় বেপারোয়া ভাবে গাড়ি চালিয়েছেন অনেকে ৷ এই নিয়ে বহু অভিযোগ জমা পড়েছে ৷ মোট 105টি অভিযোগ জমা পড়েছে ৷ এছাড়াও সরকারি কর্মীকে কাজে বাধা, পুলিশের সঙ্গে অভব্য আচরণ, পুলিশকে গালিগালাজ-সহ একাধিক অভিযোগে মোট 208 জনকে গ্রেফতার করেছে লালবাজার ।