কলকাতা, 26 অক্টোবর:যাদবপুরকাণ্ডে পেশ করা চার্জশিটে ধৃত 13 জনেরই নাম রয়েছে ৷ বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রকে ব়্যাগিং ও খুনের ঘটনায় আলিপুর আদালতে আজ চার্জশিট জমা করল কলকাতা পুলিশ ৷ সূত্রের খবর, চার্জশিটে পকসো, ব়্যাগিং, আত্মহত্যায় প্ররোচনা দেওয়া সহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। ঘটনার প্রায় আড়াই মাস বাদে জমা পড়ল চার্জশিট।
তদন্তাকারীদের অনুমান, নিহত ছাত্রকে প্রথম দিন থেকেই মানসিকভাবে নির্যাতন করত একদল ছাত্র। নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের অপরাধ দমন বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "আমরা পারিপার্শ্বিক তথ্য প্রমাণ ও একাধিক স্বাক্ষর গ্রহণ করেছি । এছাড়াও এই ঘটনায় ধৃতদের লাগাতার জেরা করে বিপুল তথ্যও পাওয়া গিয়েছে। সেইগুলি চার্জশিটের মাধ্যমে তুলে ধরা হয়েছে।"
ছাত্র-মৃত্যুর ঘটনায় পুলিশ প্রশাসনের পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয় একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ আধিকারিকরা সেই কমিটিতে ছিলেন। সেই সংশ্লিষ্ট কমিটির তদন্ত এখনও শেষ হয়নি। ঘটনার প্রায় আড়াই মাস কেটে যাওয়ার পরেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির তরফ থেকে কোনও সদর্থক তথ্য মেলেনি বলে সূত্রের খবর।