গড়িয়াহাট, 14 জানুয়ারি : গড়িয়াহাটে জোড়া খুনের মামলায় প্রায় 87 দিন পর চার্জশিট পেশ করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ (Gariahat Double Murder Case)। জানা গিয়েছে, এই চার্জশিটে খুন ও অস্ত্র আইন-সহ অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা দেওয়া হয়েছে । চার্জশিটের প্রথমেই নাম রয়েছে মিঠু হালদারের ।
খুনের ঘটনার তদন্তে নেমে ডায়মন্ডহারবার থেকে বাড়ির পরিচারিকা মিঠু হালদারকে প্রথম গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । মিঠু হালদার-সহ চার্জশিটে নাম রয়েছে বাপি মণ্ডল, জাহির গাজি, সঞ্জয় মণ্ডল, ভিকি হালদার ও শুভঙ্কর মণ্ডলের । এই মামলায় 80 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে ৷ মোট 500 পাতার চার্জশিট পেশ করেছে কলকাতা পুলিশ ৷
আরও পড়ুন : Gariahat Murder : কাকুলিয়ায় জোড়া খুনে একাধিক ব্যক্তি জড়িত, জানাচ্ছে লালবাজারের থ্রিডি মডেলিং