কলকাতা, 5 জুলাই : শহরে ভুয়াে ভ্যাকসিনেশন কাণ্ডের প্রতিবাদ জানিয়ে কলকাতা পৌরনিগম ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি । আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে অভিযান ৷ এই অভিযান ঘিরে অশান্তির আশঙ্কা রয়েছে ৷ তাই কলকাতা পৌরনিগমের চারপাশ ব্যারিকেড দিয়ে মুড়ে ফেলেছে কলকাতা পুলিশ ৷ প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ বিজেপির কলকাতা পৌরনিগম অভিযানের অনুমতি দেয়নি পুলিশ ৷
জানা গিয়েছে, কলকাতা পৌরনিগমের চারপাশে ব্যারিকেড করা হয়েছে ৷ পৌরনিগমের বাইরে এবং ভেতরে প্রচুর পরিমাণে পুলিশকর্মী মজুত রয়েছে । পৌরনিগমের বাইরে রয়েছে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল । গোটা আইন-শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন মোট 12 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার ৷ রাস্তায় রয়েছেন একজন অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ পদমর্যাদার পুলিশ আধিকারিক ৷ এছাড়া রয়েছেন চারজন যুগ্ম নগরপাল পদমর্যাদা পুলিশ আধিকারিক ।