পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Police Constable Arrested: তালতলায় ডাকাতির ঘটনায় গ্রেফতার কলকাতা পুলিশের কনস্টেবল - Kolkata Police Constable arrested in robbery case

শহরের এক ব্যবসায়ীর থেকে 1 কোটি 25 লক্ষ টাকা ডাকাতির ঘটনায় এবার কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এক কনস্টেবল। তাঁকে আজ সল্টলেকে নিজের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃত কনস্টেবলের নাম দেবাশিস দাস (Kolkata Police Constable arrested in robbery case)।

Etv Bharat
তালতলায় ডাকাতির ঘটনায় গ্রেফতার কলকাতা পুলিশের কনস্টেবল

By

Published : Oct 26, 2022, 11:05 PM IST

কলকাতা, 26 অক্টোবর: আইনের রক্ষকই কি না, ভক্ষক ৷ যে পুলিশের কাজ সাধারণ মানুষকে নিরাপত্তা প্রদান, সেই পুলিশ সরাসরি অভিযুক্ত ডাকাতির ঘটনায়। কলকাতার খাসতালুকে বিরল এই ঘটনায় রীতিমত আলোড়ন। অভিযোগ, শহরের এক ব্যবসায়ীর থেকে 1 কোটি 25 লক্ষ টাকা ডাকাতির ঘটনায় এবার কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এক কনস্টেবল। তাঁকে আজ সল্টলেকে নিজের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃত কনস্টেবলের নাম দেবাশিস দাস। তিনি কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল পদে রয়েছেন বলে লালবাজার সুত্রের খবর (Kolkata Police Constable arrested in robbery case)।

গ্রেফতারির পর ধৃতের বাড়িতে এদিন তল্লাশি অভিযান চালান তদন্তকারী আধিকারিকরা। তল্লাশিতে নগদ এক লক্ষ টাকা উদ্ধার করেছেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের। ধৃত কনস্টেবলের সঙ্গে এই ঘটনায় আরও 6 জনকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে ডাকাতির ঘটনায় কনস্টেবল-সহ পুলিশের জালে মোট 7 অভিযুক্ত (7 arrested in Taltala robbery incident)।

জানা গিয়েছে, চলতি বছর জুন মাসে তালতলা থানায় এলাকায় এক ব্যবসায়ী অফিসে যাচ্ছিলেন। ব্যবসার জন্য তাঁর কাছে সে সময় নগদ 1 কোটি 25 লক্ষ টাকা ছিল। ওই ব্যবসায়ীর অভিযোগ, তালতলা এলাকায় মুখোশ পরে সে সময় জনা ছয়-সাতেক দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে এবং টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। প্রথমে ওই ব্যবসায়ী স্থানীয় তালতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে তদন্তে অগ্রগতি না হওয়ার ফলে সেই তদন্তভার চলে যায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে। পরবর্তীতে রাস্তার সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ জোগাড় করে পুলিশ এই ঘটনায় প্রথমে 6 জনকে গ্রেফতার করে।

আরও পড়ুন:সন্তান প্রসবের পরেই মৃত্যু, শহরে ডেঙ্গির বলি আরও এক

তাদের নিজেদের হেফাজতে নিয়ে লাগাতার জেরা করে পুলিশ কলকাতা পুলিশেরই স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল দেবাশিস দাসের নাম জানতে পারেন। এরপরেই সল্টলেকে তার বাড়ি থেকে তাকে আজ গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। ধৃতকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। কেন ডাকাতির ঘটনার সঙ্গে কলকাতা পুলিশের এই কনস্টেবল যুক্ত হলেন, পাশাপাশি এই ঘটনায় ধৃত বাকি 6 জনের সঙ্গে এই কনস্টেবলের কী সম্পর্ক, তা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details