কলকাতা, 17 অক্টোবর : নির্বিঘ্নেই কেটেছে এবারের দুর্গাপুজো ৷ দু একটি ঘটনা ছাড়া এবারের পুজোয় মোটের উপর শান্তিপূর্ণ ছিল শহর কলকাতা ৷ বলছেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র ৷ দুর্গাপুজোয় কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন নগরপাল ৷
কলকাতা শহরের পুলিশি ব্যবস্থা সম্পর্কে গতকাল বলতে গিয়ে তিনি বলেন, "গোটা পুজোয় ছিল দেখার মতো পুলিশি নিরাপত্তা ব্যবস্থা । কোথাও বড়সড় অশান্তি হলে তা নিয়ন্ত্রণে আনার জন্য মজুত ছিল প্রায় পাঁচ হাজার পুলিশ । তবে শহর কলকাতায় বড়সড় কোনও প্রকারের অপ্রীতিকর ঘটনা না ঘটলেও টুকরো কিছু ঘটনা সামনে এসেছে । যেমন তৃতীয়ার রাত থেকে দশমীর রাত অবধি প্রায় 600-এর বেশি মানুষকে শুধু মাস্ক না পরার অভিযোগে গ্রেফতার করা হয়েছে । বেআইনি গাড়ি পার্কিং করার অভিযোগে প্রায় 400টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে । পুজোর সময় খোলা রাস্তায় পানের পিক বা থুথু ফেলার অভিযোগে 60 জনকে গ্রেফতার করা হয়েছে ।"
এবার পুজোয় পুলিশের উপর হামলার বিশেষ একটা ঘটনা না ঘটলেও গত নবমীর রাতে হাজরা মোড়ে এক মদ্যপ বাইক আরোহী ভবানীপুর ট্রাফিক গার্ডের এক সার্জেন্টকে মারধর করে । পরে তাকে গ্রেফতার করে পুলিশ । যদিও উৎসবের দিনগুলিতে কোথাও কোনও নারী নিগ্রহের ঘটনা এখনও সামনে আসেনি । তবে খবর পাওয়া যাচ্ছে যে মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে শনিবার গ্রেফতার করেছে টালিগঞ্জ মহিলা থানার পুলিশ । মহালয়ার পরের দিন নেতাজীনগরে গায়ক ওস্তাদ রশিদ খানকে ফোনে হুমকি দেওয়ার ঘটনা সামনে আসে । দশমীর রাতে লখনউ থেকে দুই যুবককে গ্রেফতার করে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা । ফলে কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া পুজোর দিনগুলি ছিল সুরক্ষায় মোড়া ।
আরও পড়ুন: সাড়ে চারশোর কম দৈনিক সংক্রমণ, মৃত 10
ছোটখাট কয়েকটি ঘটনা ছাড়া মোটের উপর পুজো শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে বলে জানিয়েছেন নগরপাল সৌমেন মিত্র ৷ পাশাপাশি কলকাতা পুলিশ সবক্ষেত্রেই তৎপর ছিল বলেও উল্লেখ করেন তিনি ৷