পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গাইডলাইন মেনে প্রস্তুতি ? খতিয়ে দেখতে পুজো মণ্ডপে নগরপাল - কলেজ স্কোয়ার সার্বজনীন দূর্গা পুজোর মণ্ডপ

দেশপ্রিয় পার্ক, চেতলা অগ্রণী, সুরুচি সংঘ, নাকতলা উদয়ন সংঘ, মহম্মদ আলি পার্ক, কলেজ স্কোয়ার সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপ খতিয়ে দেখেন অনুজ শর্মা ৷

kolkata police
kolkata police

By

Published : Oct 15, 2020, 10:56 PM IST

কলকাতা, 15 সেপ্টেম্বর : কোরোনা পরিস্থিতিতে দুর্গাপুজো হচ্ছে । বিশেষজ্ঞরা অনেকেই বলছেন, প্রতিবারের মতো পুজোয় ভিড় হলে লাফিয়ে বাড়তে পারে আক্রান্তের সংখ‍্যা । সংক্রমণ যাতে ব্যাপক আকার না নেয় তার জন্য ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে নির্দেশিকা । কলকাতা পুলিশও পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করে বুঝিয়ে দিয়েছে কী করা যাবে, কী যাবে না । আদৌ সেই নির্দেশিকা অনুযায়ী পুজোর প্রস্তুতি চলছে কি না তা খতিয়ে দেখতে এবার মণ্ডপে মণ্ডপে ঘুরলেন পুলিশ কমিশনার অনুজ শর্মা । আজ শহরের ছটি পুজো মণ্ডপ পরিদর্শন করেন তিনি।

কেরালার ওনাম উৎসবের পর ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়েছে সেরাজ‍্যে। রোজ লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। শুরু হয়েছে ব্যাপক গোষ্ঠী সংক্রমণ। আর সেসব দেখে সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই। সেই সূত্র ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। রাজনৈতিক মহলের বিশ্লেষণ, বিরোধীরা যাতে কোনওভাবেই ধর্মীয় মেরুকরণের সুযোগ না পায় সেদিকে নজর রেখেই দুর্গাপুজোয় সাধারণের জন্য তেমন কোনও বিধিনিষেধ আরোপ করেনি রাজ্য। কিন্তু উদ‍্যোক্তাদের বিধিনিষেধ মেনে চলতে বলা হয়েছে । কলকাতা পুলিশের পক্ষ থেকেও বৈঠক করে উদ্যোক্তাদের বিধিনিষেধ মেনে চলতে অনুরোধ করা হয়েছে।

বলা হয়েছে, মণ্ডপ খোলামেলা রাখতে হবে। মণ্ডপের সিলিং যদি ঢাকা থাকে তবে চারপাশ খোলামেলা রাখতে হবে। যদি চারপাশ খোলা না থাকে তবে মণ্ডপের সিলিং খোলা রাখতে হবে।মণ্ডপে প্রবেশ এবং প্রস্থানের পৃথক ব্যবস্থা রাখতে হবে । মণ্ডপ হতে হবে খোলামেলা যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে। দর্শনার্থীদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।বাধ্যতামূলক করা হয়েছে স্যানিটাইজ়ার ব্যবহার। যেসব দর্শনার্থী মাস্ক না পরে মণ্ডপে আসবেন তাদের মাস্ক দিতে হবে উদ্যোক্তাদের। সেই বিষয়ে পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে । পুজো মণ্ডপে যথেষ্ট সংখ্যক স্বেচ্ছাসেবক রাখতে হবে সামাজিক দূরত্ববিধি রক্ষা করার জন্য। স্বেচ্ছাসেবক দলকে মাস্ক এবং ফেস শিল্ড ব্যবহার করতে হবে । অঞ্জলি, প্রসাদ বিতরণ কিংবা সিঁদুর খেলায় উদ্যোক্তাদের বিশেষ পরিকল্পনা করতে হবে যাতে একসঙ্গে অনেকটা ভিড় জমে না যায় । পুজো মণ্ডপ কিংবা চৌহদ্দিতে কোনওরকম সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। এবার দুর্গাপুজোর উদ্বোধনী অনুষ্ঠান এবং নিরঞ্জনের শোভাযাত্রা ছোটো করে করতে হবে।

এই সব বিধিনিষেধ উদ্যোক্তারা সঠিকভাবে পালন করছেন কি না তা খতিয়ে দেখতে আজ অনুজ শর্মা ঘুরে দেখেন দেশপ্রিয় পার্ক, চেতলা অগ্রণী, সুরুচি সংঘ, নাকতলা উদয়ন সংঘ, মহম্মদ আলি পার্ক, কলেজ স্কোয়ার সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপ।

ABOUT THE AUTHOR

...view details