কলকাতা, 8 মার্চ: শহরে ভুয়ো পুলিশ । চেতলা থানা এলাকা থেকে ওই ভুয়ো পুলিশ কর্মীকে গ্রেফতার করে পুলিশ, তার নাম গৌরাঙ্গ পাত্র । বাজেয়াপ্ত করা হয়েছে তার গাড়িও। গাড়ির কাচে লাগানো ছিল পুলিশের স্টিকার । এছাড়া গাড়িতেও পুলিশ লেখা রাজ্য পুলিশের একটি লোগো ছিল বলে জানা গিয়েছে (Kolkata Police arrests fake police in Kolkata) ।
লালবাজার সূত্রের খবর, এদিন সন্ধেয় রাস্তা দিয়ে যাওয়ার সময় ট্রাফিক আটকায় । সন্দেহ হওয়াতে গাড়ির কাগজ দেখতে চায় পুলিশ । তবে গাড়ির কাগজপত্র কিছুই দেখাতে পারেননি তিনি । উল্টে পুলিশের সঙ্গে কথা-কাটাকাটি শুরু দেয় । পরে পুলিশ তাকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু করলেই আসল ঘটনাটি সামনে আসে ।