কলকাতা, 4 অগাস্ট : কলকাতায় আবার উদ্ধার প্রচুর মাদক । আবারও বন্দর এলাকায় । গার্ডেনরিচের ইয়াবার পর এবার খিদিরপুরে চরস । নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে আজ খিদিরপুরে অভিযান চালিয়ে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স উদ্ধার করল প্রচুর চরস । যার মূল্য 8 লাখ টাকা । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক মাদক ব্যবসায়ীকে ।
খিদিরপুরে উদ্ধার 8 লাখ টাকার চরস, গ্রেপ্তার মাদক ব্যবসায়ী - Kolkata police arrests drug smuggler after receiving advance news
আগাম খবর পেয়ে বমাল মাদক পাচারকারিকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ ৷ উদ্ধার হয়েছে 8 কেজি চরস ৷ তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ ৷
STF সূত্রে খবর, সোর্স মারফত কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স খবর পায়, খিদিরপুরের ওয়াটগঞ্জ এলাকায় হাত বদল হতে চলেছে প্রচুর মাদকের । তবে কী সেই মাদক তার কোনও সঠিক খবর ছিল না । সাদা পোশাকে ওয়াটগঞ্জ থানার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে STF-এর গোয়েন্দারা । সূত্র জানাচ্ছে, একেবারে সিনেমার কায়দায় এক সময় মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের থেকে নেওয়া শুরু হয় খোঁজখবর । আর সেই সূত্রেই পাওয়া যায় ক্লু । বিকেলে আটক করা হয় সৈফুদ্দিন শেখকে । তার বাড়ি ডাঃ সুধীর বোস রোড এলাকায় । সেখানে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় 8 কেজি 261 গ্রাম চরস । তারপরই গ্রেপ্তার করা হয় সৈফুদ্দিনকে।
কলকাতা শহরকে মাদক মুক্ত করার জন্য বিশেষ নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার অনুজ শর্মা । তাই শহরের সব প্রান্তে কড়া নজর রাখছে কলকাতা পুলিশের তদন্তকারীরা । শেষ কয়েক মাসে উদ্ধার হয়েছে প্রচুর মাদক । আজ খিদিরপুর এলাকায় ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ওই চরস কোথা থেকে এল তা জানার চেষ্টা করছে পুলিশ । স্পেশাল টাস্ক ফোর্সের ধারণা এই চক্রের সঙ্গে জড়িত রয়েছে উত্তর পূর্ব ভারতের কোনও মাদক চক্র ।