কলকাতা, 22 ডিসেম্বর : কলকাতা পৌরভোটের দিন বটতলা থানা এলাকায় একটি বুথে এক যুবক বারবার ইভিএম মেশিনের বোতাম টিপছিল বলে অভিযোগ উঠেছিল । সেই ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে (Kolkata Police arrests a person for rigging in KMC Election 2021) । ভাইরাল হওয়া সেই ছবির তত্ত্বতালাশ করে অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার আধিকারিকেরা । ওই যুবকের নাম গৌরব দাস। বাড়ি অরবিন্দ সরণি এলাকায় ।
19 ডিসেম্বর কলকাতা পৌরভোট চলাকালীন একাধিক বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসে । বটতলা থানা এলাকার একটি বুথ থেকে অভিযোগ আসে এক যুবক সেখানে অবাধে ছাপ্পা ভোট দিচ্ছে । এই ঘটনায় ভোটের দিনই বটতলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় । সেই অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে অরবিন্দ সরণির বাড়ি থেকে গৌরব দাস নামে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ ।