পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

KMC Election 2021 Rigging : ছাপ্পা ভোটের ভিডিয়ো ভাইরাল, অরবিন্দ সরণিতে গ্রেফতার যুবক - অরবিন্দ সরণি

19 ডিসেম্বর কলকাতা পৌরভোটের দিন বটতলা থানা এলাকা থেকে ছাপ্পা ভোটের অভিযোগ আসে ৷ ছড়িয়ে পড়ে সেই ভিডিয়ো ৷ তা থেকেই কলকাতা পুলিশ গ্রেফতার করে এক যুবককে (Kolkata Police arrests a person for rigging in KMC Election 2021) ৷

Kolkata Police arrests a person for rigging
অভিযুক্ত গৌরব দাস

By

Published : Dec 22, 2021, 9:51 AM IST

কলকাতা, 22 ডিসেম্বর : কলকাতা পৌরভোটের দিন বটতলা থানা এলাকায় একটি বুথে এক যুবক বারবার ইভিএম মেশিনের বোতাম টিপছিল বলে অভিযোগ উঠেছিল । সেই ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে (Kolkata Police arrests a person for rigging in KMC Election 2021) । ভাইরাল হওয়া সেই ছবির তত্ত্বতালাশ করে অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার আধিকারিকেরা । ওই যুবকের নাম গৌরব দাস। বাড়ি অরবিন্দ সরণি এলাকায় ।

19 ডিসেম্বর কলকাতা পৌরভোট চলাকালীন একাধিক বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসে । বটতলা থানা এলাকার একটি বুথ থেকে অভিযোগ আসে এক যুবক সেখানে অবাধে ছাপ্পা ভোট দিচ্ছে । এই ঘটনায় ভোটের দিনই বটতলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় । সেই অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে অরবিন্দ সরণির বাড়ি থেকে গৌরব দাস নামে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ ।

আরও পড়ুন : KMC Election 2021 : অভিষেকের হুঁশিয়ারি সত্ত্বেও অশান্তি, অবাধ ভোট নিয়ে শাসক-বিরোধী তরজা চরমে

কী উদ্দেশ্যে, কাদের প্ররোচনায় সে এই কাজ করেছে, তা জানার চেষ্টা করছে গোয়েন্দারা । প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের পর একাধিক তথ্য উঠে এসেছে । জেরায় পুলিশকে সে দাবি করেছে, মক পোলিং-এর সময় সে কী ভাবে ভোট দিতে হয়, সেটাই দেখাচ্ছিল আর সেই ছবি নাকি ভাইরাল হয়ে গিয়েছে ।

এ বিষয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে । তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে । পাশাপাশি পুলিশকে দেওয়া বয়ান কতটা সত্য, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা ।

ABOUT THE AUTHOR

...view details