পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউনে বাজারের জিনিস ঝুলিয়ে চলছে শহর ভ্রমণ! ঠেকানোর উপায় খুঁজছে পুলিশ - kokata

লকডাউনে শহর কলকাতার জনগণের একাংশ নিত্য নতুন উদাহরণ দেখিয়ে করছে শহর ভ্রমণ । এঁদের নিয়ে অতিষ্ঠ হয়ে পড়ছে পুলিশ ।

ছবি
ছবি

By

Published : Apr 9, 2020, 7:37 AM IST


কলকাতা, 9 এপ্রিল: লকডাউন উপেক্ষা করে কলকাতার একাংশ মানুষজন বেরিয়ে পড়ছেন রাস্তায়। পুলিশি ধরপাকড় থেকে বাঁচতে এখন আবার নেওয়া হচ্ছে নতুন পন্থা । বাইকে ঝোলানো হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের থলি । আর তা নিয়েই চলছে শহর ভ্রমণ । শহর কতটা ফাঁকা রয়েছে তা দেখতে উৎসাহী সেইসব মানুষকে নিয়ে মহা সমস্যায় পড়েছে পুলিশ । তাঁদের ঠেকানোর উপায় খোঁজা হচ্ছে ।

বেলেঘাটা চত্বরে নাকা চেকিংয়ের ডিউটিতে থাকা এক পুলিশকর্মীর অভিজ্ঞতা অদ্ভুত রকমের । এক যুবকের বাইকের হ্যান্ডেলে ঝোলানো ছিল বাজারের ব্যাগ । নাকা চেকিংয়ে তাঁকে দাঁড় করানোয় রীতিমতো ঝাঁঝিয়ে ওঠেন । " আপনাদের জন্য কি বাজারেও যেতে পারব না ?" লাইসেন্স খতিয়ে দেখে জানা যায়, ওই যুবকের বাড়ি গিরিশ পার্কে । আর ব্যাগে পাওয়া যায় 1 কেজি চিনি । ওই যুবক নাকি গিরিশ পার্ক থেকে বেলেঘাটা এসেছিলেন এক কেজি চিনি কিনতে ! এমন অভিজ্ঞতা উত্তর, দক্ষিণ পূর্ব, পশ্চিম সবদিকের ডিউটিরত পুলিশকর্মীদেরই হয়েছে । কেউ কুড়ি টাকার মিষ্টির প্যাকেট ঝুলিয়ে ভবানীপুর থেকে চলে আসছেন শোভাবাজার । কেউ সবজির ব্যাগ ঝুলিয়ে মানিকতলা থেকে চলে যাচ্ছেন বেকবাগান । আবার অনেক গাড়িতেও এমনটাই পাওয়া গেছে । শহর থেকে বেরোনো এই মানুষদের নিয়ে রীতিমতো বিরক্ত হয়ে গেছে পুলিশ।

অন্যদিকে, গতরাত 8 টা পর্যন্ত কলকাতায় গ্রেপ্তার করা হয়েছে 558 জনকে । গাড়ি এবং মোটরবাইক সিজ় করা হয়েছে 113 টি । অভিযোগ. এরা প্রত্যেকেই লকডাউন ভেঙে অপ্রয়োজনে বেরিয়েছিলেন শহরে । শোনা যাচ্ছে, এঁদের মধ্যে অনেকেই আছেন যাঁরা 500 গ্রাম পেঁয়াজের ব‍্যাগ ঝুলিয়ে লকডাউনের ফাঁকা রাস্তা দেখতে বেরিয়ে পড়েছিলেন শহরে ।

ABOUT THE AUTHOR

...view details