মাস্ক না পরে পথে, কলকাতায় গ্রেপ্তার 156 - লকডাউন
গত 24 ঘণ্টায় কলকাতায় মাস্ক না পরে রাস্তায় বের হওয়ার জন্য গ্রেপ্তার করা হয়েছে 156 জনকে । প্রকাশ্যে থুতু ফেলার জন্য গ্রেপ্তার করা হয়েছে 23 জনকে।
কলকাতা, 29 এপ্রিল : রাজ্যে বেড়েই চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা । সবথেকে বেশি মানুষ আক্রান্ত কলকাতায় । এই পরিস্থিতিতেও শিক্ষা হয়নি একশ্রেণির মানুষের । তাঁরা মাস্ক না পরেই বেরিয়ে পড়েছেন রাস্তায় । কলকাতায় এই দৃশ্য দেখা যাচ্ছে এখনও । সরকারি নির্দেশের পর কলকাতা পুলিশ কিছুটা নরম মনোভাব নিয়েছিল । যাঁরা মাস্ক না পরে রাস্তায় বের হচ্ছিলেন তাঁদের ফিরিয়ে দেওয়া হচ্ছিল বাড়িতে । কিন্তু আর কাউকে রেয়াত করা হচ্ছে না । গত 24 ঘণ্টায় মাস্ক না পরে রাস্তায় বের হওয়ার জন্য গ্রেপ্তার করা হয়েছে 156 জনকে । লকডাউন না মানায় মোট গ্রেপ্তারের সংখ্যা 571 । আর প্রকাশ্যে থুতু ফেলার জন্য গ্রেপ্তার করা হয়েছে 23 জনকে।
লকডাউনের কলকাতায় শহর জুড়ে চলছে নাকা চেকিং । সেই সূত্রে চেক করা হচ্ছে সমস্ত গাড়ি এবং বাইক আরোহীদের । দেখা হচ্ছে কতটা প্রয়োজনে রাস্তায় বেরিয়েছেন তাঁরা । পাশাপাশি দেখা হচ্ছে মানুষ মাস্ক পরে রাস্তায় বের হচ্ছেন কি না । কারণ মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার । তারপর পুলিশের তরফ থেকে বিলি করা হয় মাস্ক । প্রাথমিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে লকডাউনের মাঝের সময়টায় মাস্ক না পরে রাস্তায় বের হওয়া মানুষজনকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল পুলিশ । কিন্তু তাতেও টনক নড়েনি । একশ্রেণির মানুষের মনে কোনওভাবেই দাগ কাটা যায়নি । তাঁরা সরকারি নির্দেশিকা মানছেন না ।
গতকাল কলকাতায় মোট 26টি গাড়ি সিজ় করা হয়েছে । আগামীদিনে লকডাউন নিশ্চিত করতে আরও কড়াভাবে নজরদারি চালানো হবে বলে জানিয়ে দিয়েছে লালবাজার ।