কলকাতা, 25 সেপ্টেম্বর: সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, এনআরএসের পর এসএসকেএম। ফের সরকারি হাসপাতালে দালালচক্রের পর্দাফাঁস। লালবাজারের গুন্ডাদমন শাখার জালে চার অভিযুক্ত। সোমবার এসএসকেএম হাসপাতাল চত্বর থেকে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷
সোমবার রাজ্যের অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমে চিকিৎসা করতে আসা রোগীদের প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ লালবাজার সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুলিশের অ্যান্টি-রাউডি বিভাগ (গুন্ডাদমন শাখা)-এর অফিসাররা এদিন হাসপাতালে প্রতারকদের ধরতে বিশেষ অভিযান শুরু করেছিল। সেই সময়ই চারজনকে ধরে পুলিশ ৷ ধৃত অভিষেক মল্লিক (23), অভয় বাল্মিকী (20), দেব মল্লিক (19) এবং সুরিন্দর কুমার (30)। ধৃতরা সকলেই ভবানীপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে রোগী ভরতির নামে হাসপাতালে রমরমিয়ে দালাল চক্র চালাত এরা। মোটা টাকার বিনিময়ে রোগীদের ভরতির সুযোগও করে দিত এই চার ব্যক্তি। বেশ কয়েকদিন লাগাতার এই সংক্রান্ত অভিযোগ জমা পড়ছিল লালবাজারে ৷ সেই অভিযোগের ভিত্তিতে লালবাজারের গুন্ডাদমন শাখা বিশেষ অভিযান শুরু করে ৷ ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 120বি (অপরাধ মূলক ষড়যন্ত্র), 420 (প্রতারণা), 506 (ভয় দেখানো এবং হুমকি) ধারায় মামলা রুজু করেছে পুলিশ।