পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মাস্ক না পরায় কলকাতায় গ্রেপ্তার 153 - covid-19

মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার । কিন্তু অনেকেই তা মানছে না । তাই এবার কড়া পদক্ষেপ করছে কলকাতা পুলিশ ।

মাস্ক না পরায় কলকাতায় গ্রেপ্তার 153
মাস্ক না পরায় কলকাতায় গ্রেপ্তার 153

By

Published : Apr 25, 2020, 12:53 AM IST

কলকাতা, 24 এপ্রিল: এখনও মাস্ক না পরে অনেককেই কলকাতার রাস্তায় বেরোতে দেখা যাচ্ছে । সরকারি নির্দেশের পরও এ নিয়ে কলকাতা পুলিশ কিছুটা নরম মনোভাব নিয়েছিল । মাস্ক না পরা মানুষদের বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছিল বাড়িতে । যদিও এখন আর কাউকে রেয়াত করা হচ্ছে না । গত 24 ঘন্টায় বিনা মাস্কে বাইরে বেরোনোর জন্য গ্রেপ্তার করা হয়েছে 153 জনকে । আর লকডাউন না মানার জন্য মোট গ্রেপ্তারের সংখ্যা 682 । এছাড়া প্রকাশ্যে থুতু ফেলার জন্য গ্রেপ্তার করা হয়েছে 24 জনকে ।

লকডাউনে শহর জুড়ে চলছে নাকা চেকিং । চেক করা হচ্ছে সমস্ত গাড়ি এবং বাইক । দেখা হচ্ছে কতটা প্রয়োজনে রাস্তায় বেরিয়েছেন তাঁরা । পাশাপাশি মাস্ক পরে রাস্তায় বের হচ্ছেন কি না তাও দেখা হচ্ছে । কারণ মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার । কিন্তু একশ্রেণির মানুষ কিছুতেই সরকারি নির্দেশিকা মানছে না । কলকাতা পুলিশ শহরবাসীকে মাস্ক পর্যন্ত বিলি করেছে । যাতে শহরবাসী সরকারি নির্দেশিকা মেনে চলেন তা নিশ্চিত করতে চেয়েছে লালবাজার ।

কিন্তু তারপরও অনেকেই মাস্ক ব্যবহার করছেন না । মাস্ক না পরার জন্য আজ 153 জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ । আগামী দিনে আরও কড়াভাবে বিষয়টি দেখা হবে বলে জানিয়ে দিয়েছে লালবাজার ।

ABOUT THE AUTHOR

...view details