কলকাতা, 10 অক্টোবর: পুজোর আগে শহরজুড়ে চলছে নাকা তল্লাশি । তার সঙ্গে চলছে এলাকায় এলাকায় স্থানীয় থানা পাশাপাশি লালবাজারের গোয়েন্দা বিভাগের নজরদারি । আর এর মধ্যেই খাস কলকাতায় উদ্ধার প্রায় তিন লক্ষ নকল টাকা বা জাল নোট । এই ঘটনায় যুক্ত সন্দেহে মোট দু’জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারা ।
ধৃতরা প্রত্যকেই মালদার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানতে পারে পুলিশ । ধৃতদের নাম, জামিরুল এবং মহম্মদ রাফিকুল । লালবাজার সূত্রের খবর, ইতিমধ্যেই এই ঘটনার মালদা জেলা পুলিশের সঙ্গে কথা বলেছেন গোয়েন্দারা ।
লালবাজার সূত্রে আরও জানা গিয়েছে, সোমবার রাতে ঘটনাটি ঘটেছে । কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দাদের কাছে আগাম খবর ছিল যে, মালদায় একটি জাল নোট কারবারের চক্র ফের একবার নতুন করে সক্রিয় হয়েছে । তদন্তে প্রাথমিকভাবে গোয়েন্দারা জানতে পারেন, এরা শুধু জালনোটের কারবারের সঙ্গেই যে শুধুমাত্র যুক্ত তেমনটা নয় । বরং এরা বেআইনি আগ্নেয়াস্ত্র কারবারেও যুক্ত রয়েছে । চলতি সপ্তাহেই মালদা থেকে জালনোট কারবারি চক্রের সদস্যরা কলকাতায় আসবে । সেই মতোই নজরদারি বাড়িয়েছিলেন গোয়েন্দারা ।