পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kolkata Police: বন্দর এলাকা থেকে তিন লক্ষ টাকার জাল নোট-সহ গ্রেফতার দুই - কলকাতা পুলিশ

Fake Indian Currency Recovered: সোমবার রাতে উত্তর বন্দর থানা এলাকা থেকে তিন লক্ষ টাকার জাল নোট-সহ জামিরুল এবং মহম্মদ রাফিকুলকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ ৷ ধৃতরা মালদার বাসিন্দা ৷

Fake Indian Currency
Fake Indian Currency

By ETV Bharat Bangla Team

Published : Oct 10, 2023, 3:52 PM IST

কলকাতা, 10 অক্টোবর: পুজোর আগে শহরজুড়ে চলছে নাকা তল্লাশি । তার সঙ্গে চলছে এলাকায় এলাকায় স্থানীয় থানা পাশাপাশি লালবাজারের গোয়েন্দা বিভাগের নজরদারি । আর এর মধ্যেই খাস কলকাতায় উদ্ধার প্রায় তিন লক্ষ নকল টাকা বা জাল নোট । এই ঘটনায় যুক্ত সন্দেহে মোট দু’জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারা ।

ধৃতরা প্রত্যকেই মালদার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানতে পারে পুলিশ । ধৃতদের নাম, জামিরুল এবং মহম্মদ রাফিকুল । লালবাজার সূত্রের খবর, ইতিমধ্যেই এই ঘটনার মালদা জেলা পুলিশের সঙ্গে কথা বলেছেন গোয়েন্দারা ।

লালবাজার সূত্রে আরও জানা গিয়েছে, সোমবার রাতে ঘটনাটি ঘটেছে । কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দাদের কাছে আগাম খবর ছিল যে, মালদায় একটি জাল নোট কারবারের চক্র ফের একবার নতুন করে সক্রিয় হয়েছে । তদন্তে প্রাথমিকভাবে গোয়েন্দারা জানতে পারেন, এরা শুধু জালনোটের কারবারের সঙ্গেই যে শুধুমাত্র যুক্ত তেমনটা নয় । বরং এরা বেআইনি আগ্নেয়াস্ত্র কারবারেও যুক্ত রয়েছে । চলতি সপ্তাহেই মালদা থেকে জালনোট কারবারি চক্রের সদস্যরা কলকাতায় আসবে । সেই মতোই নজরদারি বাড়িয়েছিলেন গোয়েন্দারা ।

অভিযোগ, সোমবার উত্তর বন্দর থানা এলাকার একটা বাসস্ট্যান্ডে এই দুই ব্যক্তিকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় পুলিশের । এরপরেই তাদের আটক করে নিয়ে যাওয়া হয় স্থানীয় উত্তর বন্দর থানায় । তাদের উদ্ধার হয় একটি ব্যাগ । আর সেই ব্যাগ খুলতেই দেখা যায় ভিতরে রয়েছে অনেক 500 টাকার বান্ডিল । সবই জাল নোট ৷

গোয়েন্দাদের সূত্রে খবর, তারা ওই বিপুল পরিমাণে জাল নোট কোথা থেকে এল সেই নিয়ে তারা কোনও সদুত্তর দিতে পারেনি । এরপরেই এফটিএফের গোয়েন্দারা স্থানীয় উত্তর বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । পরে রাতেই তাদেরকে লালবাজারে সেন্ট্রাল লকআপে নিয়ে যাওয়া হয় ।

তদন্তকারীরা অনুমান করছেন, এই জাল নোট কারবারের সঙ্গে একটি বড় চক্র যুক্ত রয়েছে । তারা এই তিন লক্ষ টাকার জাল নোট কি করতে কলকাতা এনেছিল ? এছাড়াও এই কারবারের সঙ্গে মালদায় আর কারা কারা যুক্ত রয়েছে, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ।

আরও পড়ুন:ভারতের আর্থিক স্থিতিশীলতা নষ্ট করতে জাল নোট ছড়াচ্ছে ‘আঙ্কেল’, অভিযোগ এনআইএ-র

ABOUT THE AUTHOR

...view details