পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গান্ধি মূর্তির পাদদেশে আইএসএফের বিক্ষোভ, গ্রেফতার বিধায়ক নওশাদ সিদ্দিকি - ISF

মেয়ো রোডের গান্ধি মূর্তির পাদদেশ থেকে গ্রেফতার ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি । তাঁর নেতৃত্বে ভোট পরবর্তী হিংসার প্রতিবাদ জানিয়ে অবস্থান বিক্ষোভ করেন আইএসএফ কর্মী-সমর্থকরা ।

naushad
naushad

By

Published : Jun 26, 2021, 4:53 PM IST

কলকাতা, 26 জুন : ধৃত ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকি । মেয়ো রোডের গান্ধি মূর্তির পাদদেশ থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে । ভোট পরবর্তী হিংসা এবং দিল্লিতে কৃষক আন্দোলনকে সমথর্ন জানানোর পাশাপাশি কসবার ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদ জানিয়ে গান্ধি মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করেন আইএসএফ কর্মী-সমর্থকরা ।

বিক্ষোভের নেতৃত্বে ছিলেন আইএসএফ নেতা তথা ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকি । ঘটনাস্থলে এসে পুলিশ তাঁদের উঠে যাওয়ার অনুরোধ করে । কিন্তু তা শোনেননি আইএসএফ সমর্থকরা । এরপরে পুলিশের সঙ্গে তাঁদের ধাক্কাধাক্কি শুরু হয় । পরে নওশাদ-সহ আরও বেশ কিছু আইএসএফ কর্মী-সমর্থককে গ্রেফতার করে কলকাতা পুলিশ ।

আরও পড়ুন : Fake vaccine kolkata : ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে কেন্দ্রীয় তদন্ত চেয়ে হর্ষ বর্ধনকে চিঠি শুভেন্দুর

জানা গিয়েছে, প্রথমে নওশাদ সিদ্দিকিরা কলকাতা প্রেস ক্লাবের পাশে বিক্ষোভে বসেছিলেন । পুলিশ তাঁদের সেখান থেকে সরে যেতে বলে । পরে তাঁরা গান্ধি মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে বসেন । পুলিশ সূত্রের খবর, আইএসফের কাছে অবস্থানের অনুমতি ছিল না । কিন্তু আইএসএফের পক্ষ থেকে জানানো হয়, তাদের কাছে অবস্থানের অনুমতি আছে । কিন্তু পুলিশ সেই অনুমতি দেখতে চাইলে তারা তা দেখাতে পারেননি ।

ABOUT THE AUTHOR

...view details