পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Rape and Extortion: সৌদিতে অধ্যাপিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, হায়দরাবাদে পার্কস্ট্রিট পুলিশের জালে অভিযুক্ত - পার্কস্ট্রিট থানার পুলিশ

Rape and Extortion Case: অধ্যাপিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সৌদি আরবে বারবার সহবাস ও তাঁর থেকে 30 লক্ষ টাকা হাতানোর অভিযোগে হায়দরাবাদ থেকে যুবককে গ্রেফতার করল পার্কস্ট্রিট থানার পুলিশ ৷

Rape and Extortion
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2023, 6:04 PM IST

Updated : Sep 25, 2023, 6:11 PM IST

কলকাতা, 25 সেপ্টেম্বর: বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সৌদি আরবে এক অধ্যাপিকার সঙ্গে বারবার সহবাস ও তাঁর থেকে 30 লক্ষ টাকা হাতানোর অভিযোগে হায়দরাবাদ থেকে এক যুবককে গ্রেফতার করল পার্কস্ট্রিট থানার পুলিশ । নিজের নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক আধিকারিক এই ঘটনা সম্পর্কে জানান, নিজেকে মডেল হিসেবে পরিচয় দিয়েছিলেন ওই যুবক ৷ তাঁর নাম মহম্মদ মুকারাম । হায়দরাবাদ থেকে ওই যুবককে গ্রেফতার করেছে পার্কস্ট্রিট থানার পুলিশের একটি বিশেষ ইউনিট । ধৃতের বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা, তোলাবাজি-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতার বাসিন্দা ওই মহিলা করোনা পর্বের আগে সৌদি আরবেই ছিলেন । সেখানে একটি কলেজে তিনি অধ্যাপিকা ছিলেন । অভিযোগ, সেখানেই 2019 সালে তাঁর সঙ্গে মুকারামের পরিচয় হয় । মহিলার অভিযোগ, সৌদি আরবে ট্যাক্সি চালাতেন ওই যুবক । সেই সূত্রে যাতায়াতের সুবাদে ওই মহিলার সঙ্গে তাঁর আলাপ জমে ওঠে । যুবক নিজেকে ট্যাক্সির মালিক বলে দাবি করেছিলেন ।

একইসঙ্গে, তিনি ওই মহিলাকে বলেন যে, তিনি হায়দরাবাদে মডেল হিসেবে কাজ করেন । হায়দরাবাদে নাকি তাঁর দারুণ নাম ডাক ৷ মহিলার কাছে নিজের মিথ্যে গল্প ফেঁদে ক্রমে অধ্যাপিকাকে প্রেমের ফাঁদে ফেলেন মুকারাম ৷ বিয়ের প্রতিশ্রুতি দেন ওই মহিলাকে ৷ এরপর বেশ কয়েকবার তাঁরা ঘনিষ্ঠ হয়েছেন ৷

আরও পড়ুন:'বাবা, তুমি বেরোলেই একটা আংকেল এসে মাকে ঘরে নিয়ে যায় ! আমাকে ওরা ভয় দেখায়, মারে...'

লালবাজার সূত্রে খবর, 2020 সালে লকডাউন পর্বে দু'জনেই ভারতে চলে আসেন । অভিযোগ, এরপর পার্কস্ট্রিটে ওই অধ্যাপিকার বাড়িতে যাতায়াত শুরু হয় অভিযুক্ত যুবকের । তাঁদের মধ্যে আবারও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় । তাঁকে মডেলিংয়ের জন্য জোগার করতে হবে লক্ষাধিক টাকা, এই বলে প্রেমিকার কাছ থেকে ধাপে ধাপে 30 লক্ষ টাকা হাতিয়ে নেন অভিযুক্ত । অভিযোগ, তারপরেই একদিন আচমকা উধাও হয়ে যান তিনি । অধ্যাপিকার সঙ্গে তিনি পুরোপুরি যোগাযোগ বন্ধ করে দেন । তখন ওই অধ্যাপিকা বুঝতে পারেন যে, তিনি প্রতারিত হয়েছেন । এই ঘটনায় তিনি পার্কস্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন ।

গোটা ঘটনার তদন্তে নেমে প্রথম পর্যায়ে তদন্তকারীদের হাতে কোনও তথ্য প্রমাণ না থাকলেও, প্রথমেই কলকাতা পুলিশ যোগাযোগ করে হায়দরাবাদ পুলিশের সঙ্গে । সেখান থেকেই একটি সোর্স মারফত তারা খবর পায় যে, হায়দরাবাদে মডেলের কাজ করছেন ওই যুবক । তবে তিনি নিজের নামে সিম ব্যবহার করতেন না, অন্যের সিম ব্যবহার করতেন । ফলে তদন্তে নেমে যথেষ্ট বেগ পেতে হয় তদন্তকারীদের ।

অভিযুক্ত হায়দরাবাদে রয়েছেন জানতে পেরে, নিজামের শহরে রওনা দেয় পার্ক স্ট্রিট থানার একটি বিশেষ ইউনিট । জানা গিয়েছে, গত শনিবার মুকারামকে হায়দরাবাদ থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশ । গতকাল তাঁকে আনা হয় কলকাতায় ।

Last Updated : Sep 25, 2023, 6:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details