পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বছরের প্রথম দিনেও শহরে 'মাস্তানি' রুখতে তৎপর পুলিশ, গ্রেফতার 341 - মদ্যপান

Kolkata Police: বর্ষবরণের রাত থেকে শুরু করে বছরের প্রথম দিন শহরে মদ্যপান এবং তারপর ঝামেলা করার একাধিক অভিযোগ পেয়েছে পুলিশ ৷ 31 ডিসেম্বর রাতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে 457 জনকে গ্রেফতার করেছিল লালবাজার। আর 1 জানুয়ারির রাতে একাধিক অভিযোগে 341 জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ ৷

মদ্যপান করে গাড়ি চালানো
Kolkata Police

By ETV Bharat Bangla Team

Published : Jan 2, 2024, 12:20 PM IST

কলকাতা, 2 জানুয়ারি: নতুন বছরকে স্বাগত জানাতে চলছে দেদার উল্লাস । বিভিন্ন পিকনিক স্পট, চিড়িয়াখানা, রেস্তোরাঁয় 31 ডিসেম্বর ভিড় ছিল উপচে পড়া । তেমনই বছরের প্রথম দিনকে স্বাগত জানাতে চুটিয়ে চলেছে মজা, খাওয়াদাওয়া ও মদ্যপান ৷ বর্ষবরণের রাত থেকে শুরু করে বছরের প্রথম দিন শহরে মদ্যপান এবং তারপর ঝামেলা করার নানা অভিযোগ পেয়েছে পুলিশ ৷ শুধু তাই নয়, পুলিশের সঙ্গে অভব্য আচরণ-সহ একাধিক অভিযোগে গোটা শহর থেকে মোট 341 জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ । শহরের বিভিন্ন জায়গা থেকে 14.8 লিটার মদ বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ ।

এছাড়াও শহরের বিভিন্ন জায়গায় বাইক স্টান্ট থেকে শুরু করে বেপরোয়াভাবে বাইক চালানো ও বাইকের পিছনে বসা যাত্রীর হেলমেট ব্যবহার না-করা-সহ বিভিন্ন অভিযোগে 154 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে । পাশাপাশি যে সব বাইকচালকরা বিনা হেলমেটে পয়লা জানুয়ারি শহরের রাস্তায় দাপিয়ে বেড়িয়েছেন, তাঁদের মধ্যে মোট 307 জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে লালবাজার । চার চাকা নিয়ে বেপরোয়াভাবে এদিক-ওদিক যাওয়া এবং ট্রাফিক সিগন্যাল না-মানার অভিযোগেও 161টি মামলা রুজু করা হয়েছে ।

পুলিশের সঙ্গে অভব্য আচরণ, সরকারি কর্মীকে কাজে বাধা এবং মহিলাদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগে 60 জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ । এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "বছরের প্রথম দিন বিভিন্ন অভিযোগের ভিত্তিতে শহরের এদিক-সেদিক থেকে মোট 828টি মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ ।

এর আগে বর্ষবরণের রাতে শহরে অভব্য আচরণ এবং মহিলাদের সঙ্গে কটূক্তি থেকে শুরু করে পুলিশকে কাজে বাধা দান-সহ একাধিক অভিযোগে শহরের বিভিন্ন প্রান্ত থেকে 457 জনকে গ্রেফতার করেছিল লালবাজার । বর্ষবরণের রাতের মতোই বছরের প্রথম দিনও নিরাপত্তার জন্য তৎপর ছিল কলকাতা পুলিশ।

আরও পড়ুন:

  1. বছর শুরুতে কলকাতায় উদ্ধার জাল নোট, গ্রেফতার অভিযুক্ত
  2. বর্ষবরণের রাতে দেড় হাজারের বেশি অভিযোগ দায়ের কলকাতা পুলিশে, গ্রেফতার 457
  3. বর্ষশেষে মদ খেয়ে গাড়ি চালালেই বিপদ, দিতে হবে 10 হাজারি জরিমানা; কোথায় এমন নিয়ম?

ABOUT THE AUTHOR

...view details